শ্রদ্ধেয় ও প্রিয় শুভাকাঙ্খী সুধীজনেরা,
রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক, মি: সুক্লেশ জর্জ কস্তা’র বড় মেয়ে অঙ্কিতা কস্তা গুরুতর অসুস্থ্যতার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি আছে। আগামীকাল অর্থাৎ ২৭ মার্চ সকালে স্কয়ার হাসপাতালে তার মস্তিষ্কের ভাস্কুলারের জটিল/গুরুতর চিকিৎসা করা হবে যাকে বলা হয় কয়েলিং ক্লিপিং (Critical treatment of vascular of brain which is called Coiling Cleaping)

অঙ্কিতার সুস্থ্যতা কামনা করে তার পিতা-মাতা আমাদের সকলের কাছে দোয়া, প্রার্থনা ও আশির্বাদ চেয়েছেন। তারা বিশ্বাস করেন যে, আমাদের প্রার্থনাই কেবলমাত্র তার এই জটিল রোগ থেকে আরোগ্যলাভে সহায়ক হবে। তাই আসুন, আমরা সবাই মিলে অঙ্কিতা কস্তা’র দ্রুত সুস্থ্যতার জন্য প্রার্থনা করি।

 

Please follow and like us: