“ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা” এ মূলসুর ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ গতকাল রাজশাহীর অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী (পুঠিয়া ও দূর্গাপুর উপজেলার সুবর্ণজয়ন্তী) পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম. হিরা বাচ্চু, উপজেলা চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মৌসুমী রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পুঠিয়া উপজেলা; এবিএম ছানোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পুঠিয়া উপজেলা; নীলা ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, পুঠিয়া উপজেলা; জনাব মো. রবিউল কবির, উপজেলা সমাজ সেবা অফিসার, পুঠিয়া উপজেলা; জনাব মো: আব্দুল মান্নান, প্রাক্তন চেয়ারম্যান, জিউপাড়া ইউনিয়ন, পুঠিয়া উপজেলা; মোসা: হোসনেয়ারা, চেয়ারম্যান, ৬নং জিউপাড়া ইউ পি, পুঠিয়া উপজেলা; মো: তাকবীর হাসান, চেয়ারম্যান, ৪নং ভালুকগাছি ইউ পি, পুঠিয়া উপজেলা; রেভা: ফাদার সুব্রত পিউরীফিকেশন, পালপুরোহিত, মহিপাড়া ধর্মপল্লী, দূর্গাপুর উপজেলা; রেভা: ফাদার প্যাট্রিক গমেজ, সহকারী পালপুরোহিত, মহিপাড়া ধর্মপল্লী, দূর্গাপুর উপজেলা; মো: সাইদুল ইসলাম, প্রধান শিক্ষক, ফুলবাড়ী উচ্চ বিদ্যালয়, পুঠিয়া উপজেলা; মোসা: আয়জান বিবি, সভাপতি, কার্যকরী পরিষদ, কারিতাস সার্বিক মানব উন্নয়ন সংগঠন, পুঠিয়া উপজেলা এবং কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য-সদস্যা ও জনসংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধিসহ ছয় শতাধিক মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. কার্তিক মিঞ্জ, রিজিওনাল ম্যানেজার (সিএমএফপি), কারিতাস রাজশাহী অঞ্চল।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব জিএম হিরা বাচ্চু, উপজেলা চেয়ারম্যান পুঠিয়া উপজেলা বলেন, বাংলাদেশ সরকারের পাশাপাশি কারিতাস বাংলাদেশও অত্র অঞ্চলে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে ব্যাপক ভূমিকা রেখে চলেছে যা এখনো দৃশ্যমান হয়ে আছে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মৌসুমী রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান; জনাব হোসনেয়ারা, চেয়ারম্যান, ৬নং জিউপাড়া ইউ পি; মো: তাকবীর হাসান, চেয়ারম্যান, ৪নং ভালুকগাছি ইউ পি; মোসা: আয়জান বিবি, সভাপতি, কার্যকরী পরিষদ, কারিতাস সার্বিক মানব উন্নয়ন সংগঠন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পক্ষে মি. কার্তিক মিঞ্জ, রিজিওনাল ম্যানেজার (সিএমএফপি), কারিতাস রাজশাহী অঞ্চল।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল-
কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, বিশেষ মানবিক সহায়তা হিসেবে চক্ষু শিবির, সফল যুব উদ্যোক্তার গল্প সহভাগিতা, গল্প ও ছড়া লেখা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক কর্মকান্ড ইত্যাদি। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কারিতাসের এ সুবর্ণজয়ন্তী উৎসব পালনে ভূয়সী প্রশংসা করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ

 

Please follow and like us: