আন্ধারকোঠা বিসিএসএম এবং ওয়াইসিএস এর প্রায়শ্চিত্তকালীন কর্মসূচিগুলোর মধ্যে মফ:স্বল গ্রামে ক্রুশের পথ করা হলো একটি । এরই ধারাবাহিকতায় চৌঠা এপ্রিল আন্ধারকোঠা বিসিএসএম ও ওয়াইসিএস ধর্মপল্লীর অন্তর্গত মধুমাঠ নামক গ্রামে ক্রুশের পথ পরিচালনা করে। তাদের সাথে ক্রুশের পথে আরও অংশগ্রহণ করেন মধুমাঠ গ্রামের খ্রিস্টভক্ত এবং ওয়াইসিএস মধুমাঠ সেল।
দুপুরের খাবারের পর অনুষ্ঠিত হয় ওয়াইসিএস মধুমাঠ সেলের সদস্যদের সাথে আন্ধারকোঠা কেন্দ্রীয় ওয়াইসিএস এর সদস্যদের ছোট্ট একটি পরিচিতি পর্ব । সবশেষে, রিজেন ব্রাদার অনু কোড়াইয়া মধুমাঠ গ্রামবাসীসহ সকলকে ধন্যবাদ জানায় এবং শেষে সকলে ধর্মপল্লীতে ফেরার পথে রওনা দেই।
বরেন্দ্রদূত রিপোর্টার: বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: