গত ০৫ থেকে ০৯ এপিল ২০২২ খ্রিস্টাব্দ প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়াতে প্রাক-বিবাহ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর অভিজ্ঞ ব্যক্তিগণ ক্লাস প্রদান করেছেন। বিষয়গুলো হলো ছিল- পবিত্র সাক্রামেন্ত, পরিবার জীবনে প্রার্থনার গুরুত্ব, নৈতিক মূল্যবোধ অনুশীলন ও আধ্যাত্মিকতা এবং বর্তমান অবস্থা, পারিবারিক উন্নয়ন ও সাবলম্বীতা অর্জন: বাজেট ও আয়-ব্যয়, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা, আদর্শ পিতৃত্ব ও মাতৃত্ব: সুষ্ঠ মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণ এবং বর্তমান অবস্থা। সেই সাথে প্রতিদিন সন্ধ্যায় রোজারিমালা প্রার্থনা ক্রুশের পথ, গান শেখানো ও অখ্রিস্টান যুবক-যুবতীদের দীক্ষার জন্য প্রার্থনা শেখানো হয়েছে। শেষের দিন অর্থাৎ ৮ই এপিল সন্ধ্যায় যিশুর উপরে সিনেমা দেখানো হয় ও বিবাহ প্রশিক্ষণের মূল্যায়ন করা হয়। পরের দিন শনিবার পাল-পুরোহিত ফা: প্রদীপ কস্তা খ্রিস্টযাগ ও প্রশিক্ষণের সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে ৪ দিন ব্যাপী প্রাক-বিবাহ প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে সুরশুনিপাড়া, মুন্ডুমালা, রহনপুর, বেনীদুয়ার, মুশরইল, আন্ধারকোঠা নবাইবটতলা, মহিপাড়া, চাঁদপুকুর ও কাটাডাঙ্গা ধর্মপল্লীর মোট ৪২ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার: রিজেন্ট সনেট কস্তা

Please follow and like us: