প্রতি বছরের ন্যায় এই বছরও আন্ধারকোঠা ধর্মপল্লীতে পূর্ণ শুক্রবারে জীবন্ত ক্রুশের পথ  করে গ্রামের খ্রিস্টভক্তগণ ও  বিসিএসএম এবং ওয়াইসিএস এর যুবারা। ভক্তিপূর্ণ ভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রার্থনাপূর্ণ পরিবেশে যিশুর যন্ত্রনা ভোগ ও ক্রুশে মৃত্যুবরণ অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় । ক্রুশের পথটি পরিচালনা করেন আন্ধারকোঠা বিসিএসএম এবং ওয়াইসিএস এর সদস্যরা।

বরেন্দ্রদূত রিপোর্টার : তুষার বিশ্বাস

Please follow and like us: