![](https://www.barendradut.com/wp-content/uploads/2022/04/Photo-Andharkotha.jpg)
সকলে প্রদীপ হাতে নিয়ে শোভাযাত্রা করে গির্জাঘরে প্রবেশ করে। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ এবং খ্রিস্টপ্রসাদ প্রদান করেন অত্র ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার প্রেমু তারসিসিউস রোজারিও। ফাদার তার উপদেশের সময় তার নিজের প্রতিপালক তারসিসিউস এর জীবনাদর্শের মধ্য দিয়ে সকলকে অনুপ্রাণিত করেন পবিত্র খ্রিস্টপ্রসাদের পবিত্রতা অক্ষুন্ন রাখতে।
বরেন্দ্রদূত রিপোর্টার: বেনেডিক্ট তুষার বিশ্বাস
Please follow and like us: