গত ৩০ এপ্রিল ইতালীর রোম নগরীর ভাটিকান সিটির সাধু পিতরের বাসিলিকায় ৩ বাংলাদেশী সেমিনারীয়ান ডিকন পদে অভিষেক লাভ করেন। তারা হলো যথাক্রমে ডিকন মিলন মারান্ডী রাজশাহী ধর্মপ্রদেশ থেকে এবং ডিকন কল্যাণ ও ডিকন প্রিন্স ময়মনসিং ধর্মপ্রদেশ থেকে। ৩০ এপ্রিল সকালের খ্রিস্টযাগের মধ্য দিয়ে কার্ডিনাল তাগলে তাদেরকে ডিকন পদে অভিষিক্ত করেন। আমরা এই নব অভিষিক্ত ৩ ডিকনের জন্য প্রার্থনা করব। বাংলাদেশী ৩ ডিকনসহ তাদের সহপাঠী সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
ছবি প্রদান করেন : ফাদার পল গমেজ, রোম।
বরেন্দ্রদূত রিপোর্টার
Please follow and like us: