গত ১৭ মে ২০২২ খ্রিস্টাব্দে ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে “অভিন্ন বসতবাটির যত্নে যুবাদের অংশগ্রহণ” এই মুলসুরকে কেন্দ্র করে একটি যুব সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটিতে আন্ধারকোঠা, নবাই বটতলা, সুরশুনিপাড়া ও ক্যাথিড্রাল ধর্মপল্লীসহ মোট ৪১ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
সেমিনারটি শুরু হয় প্রার্থনা, প্রদীপ প্রজ্জ্বলন এবং নৃত্যের মাধ্যমে। যথাক্রমে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার উইলিয়াম মুর্মু, আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও, ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া, ফাদার উত্তম রোজারিও এবং সেন্ট জেরোজা কনভেন্ট আন্ধারকোঠা-এর হাউজ সুপিরিয়র সিস্টার তেরেজা মার্ডি, এসসি । ফাদার প্রেমু রোজারিও তার উদ্বোধনী বক্তব্যে বলেন,“ঈশ্বরের উত্তম সৃষ্টির উত্তমতা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
এরপর ফাদার উত্তম রোজারিও মূলসুরের উপর সহভাগিতা করতে গিয়ে গোটা বিশ্বকে একটা বাড়ির সাথে তুলনা করেন এবং বলেন আমরা হলাম এই বাড়ির সদস্য-সদস্যা , তাই আমাদের বাড়ির যত্ন নেওয়া আমাদের কর্তব্য। ফাদারকে তার সহভাগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করার পর পবিত্র খ্রিস্টযাগ শুরু হয়, খ্রিস্টযাগে প্রধান পুরোহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর এবং মুসরইল ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুর্মু। খ্রিস্টযাগ শেষে দলীয় ছবি এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার: তুষার বিশ্বাস
Please follow and like us: