রাজশাহী ফ্যামিলি রোজারি মিনিস্ট্রি’ টিম এর আয়োজনে গত ২৩ মে ২০২২ খ্রিস্টাব্দে, ক্যাথিড্রাল ধর্মপল্লীতে ওয়াইসিএস এর প্রায় ৭০ জন ছাত্রছাত্রী নিয়ে ‘পরিবারে জপমালা প্রার্থনা বিষয়ক’ একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের মূলসুর হিসেবে নেওয়া হয় ‘এসো জপমালা প্রার্থনা করি কুমারী, মারিয়ার আদর্শে জীবন গড়ি’। সকাল ১০ টায় ক্ষুদ্র প্রার্থনার মধ্য দিয়ে সেমিনার শুরু হয়। শ্রদ্ধেয় ফাদার উত্তম রোজারিও শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে প্রোগ্রামের উদ্বোধন করেন।
উক্ত সেমিনারে মূল বিষয়ের উপর সহভাগিতা করেন শ্রদ্ধেয় ফাদার সুরেশ পিউরীফিকেশন। তিনি বলেন ‘রোজারিমালা প্রার্থনা আমাদের খ্রিস্টীয় পরিবারে খুবই প্রচলিত একটি ভক্তিমূলক প্রার্থনা যার মধ্য দিয়ে আমরা কুমারী মারিয়ার কাছে সকল চাওয়া-পাওয়া নিবেদন করতে পারি আর মা আমাদের সবার প্রার্থনাই শোনেন ও পূরণ করেন। তিনি আমাদের বিপদের সহায়তাকারিনী, দুঃখ-কষ্টে শান্তনাদায়িনী। বর্তমান বিশ্বে এক কঠিন বাস্তবতা অতিক্রম করছে; তাই কুমারী মারিয়ার কাছে আমরা যেন আরও বেশি করে রোজারিমালা করি এবং শান্তি ও একতার পরিবার গড়ে তুলি।’
রাজশাহী ধর্মপ্রদেশের যুব সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার নবীন পিউস কস্তা বলেন, ‘যুবারা হল মণ্ডলির প্রাণ। ধর্মপল্লীতে ধর্মীয়ও আধ্যাত্মিক বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি আদর্শ ধর্মপল্লী গড়ে তুলতে যুবাদের এগিয়ে আসতে হবে। কুমারী মারিয়ার মত নম্রতা ও বাধ্যতার আদর্শ নিজেদের জীবনে অনুশীলনের মধ্য দিয়ে ভাল মানুষ হতে উঠতে পারবে।’
শ্রদ্ধেয়া সিস্টার লুসি কস্তা, এসসি তার সহভাগিতায় বলেন, ‘কুমারী মারিয়া হলেন আমাদের সবার মা। তিনি প্রতিনিয়ত আমাদের সকল নিবেদন পূর্ণ করেন আমাদের সমস্ত বিপদ-আপদ থেকে রক্ষা করেন। তাই আমরা যেন মায়ের প্রতি যেন আমরা আরও বিশ্বাসী হই। তাঁর কাছে প্রার্থনা করি যেন আমরা মায়ের মধ্যস্থতায় লাভ ঈশ্বরের কৃপা ও আশির্বাদ করতে পারি। প্রতিটি পরিবার যেন শান্তি একতা, মিলন ও ভালবাসায় বন্ধনে জীবন-যাপন করতে পারেন এবং কুমারী মারিয়ার আদর্শ অনুসরণ করে একটি পবিত্র পরিবার গঠন করতে অনুপ্রেরণা লাভ করতে পারেন।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে অর্পিতা মার্ডী বলেন, আমার জীবনে কুমারী মারিয়ার মধ্যস্থায় প্রার্থনার ফল পেয়েছি। জীবনের অনেক সংকটময় সময়ে আমি যখন কুমারী মারিয়ার কাছে সাহায্য চেয়েছি। তিনি আমাকে সাহায্য করেছেন। তাই আমি প্রতিদিন জপমালা প্রার্থনার মধ্য দিয়ে কুমারী মারিয়ার প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি।’ পরিশেষে ফ্যামিলি রোজারি মিনিস্ট্রির পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রির্পোটার: ফাদার সুরেশ পিউরীফিকেশন