গত ৩১ মে ২০২২ খ্রিস্টাব্দ আন্ধারকোঠা ধর্মপল্লীতে মহাসমারোহে উদযাপন করা হয় মা মারিয়ার সাক্ষাৎকার পর্ব ।  মারিয়ার সাক্ষাৎকার পর্ব উপলক্ষ্যে গ্রামের মধ্যে  আননদময়  পঞ্চম  নিগূঢ়তত্ব ধ্যানের জন্য পাঁচটিস্থান প্রস্তুত করা হয়। সকল খ্রিষ্টভক্ত একসঙ্গে মা মারিয়ার মূর্তি নিয়ে শোভাযাত্রা করে সেই স্থানগুলোতে যেতে যেতে  রোজারিমালা প্রার্থনা করেন। রোজারি মালা প্রার্থনা শেষে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিে এবং খ্রিস্টযাগে উপদেশ দেন ফাদার সাগর কোড়াইয়া। তিনি তার উপদেশে বলেন, “এই সাক্ষাৎকার হলো ঈশ্বর ও মানুষের মধ্যে সাক্ষাৎকার, একদিকে মারিয়ার গর্ভে ঈশ্বরপুত্র যীশু আর অন্যদিকে এলিজাবেথের গর্ভে মানবপুত্র যোহনের সাক্ষাৎকার।” আর “এ সাক্ষাৎকার মণ্ডলির একটি ঐতিহাসিক সাক্ষাৎকার।” খ্রিস্টযাগ শেষে সকলে মায়ের আশির্বাদ নিয়ে শান্তিতে বাড়ি ফিরে যান।

Please follow and like us: