“ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা”- এ মূলসুর ঘিরে বেসরকারী উন্নয়ন সংস্থা গতকাল কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের উপজেলা পর্যায়ের সুবর্ণজয়ন্তী রাজশাহী জেলার তানোর উপজেলার ফজর আলী মোল্লা ডিগ্রী কলেজ, মুন্ডুমালায় উদযাপন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লুৎফর হায়দার রশিদ (ময়না), উপজেলা চেয়ারম্যান তানোর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা নির্বাহী অফিসার এবং স্বীকৃতি প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি), তানোর উপজেলা। অপরদিকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আতাউর রহমান, চেয়ারম্যান, বঁধাইর ইউনিয়ন, মি. কামেল মার্ডী, প্রধান শিক্ষক, মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্তরের প্রাক্তন ও বর্তমান কর্মকর্তা/কর্মীবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন মিত্র, যুবক-যুবতী, কারিতাসের সহযোগী সমিতির সদস্য সদস্যা এবং জনসংগঠন ও আদিবাসী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধি, সমমনা এনজিও প্রতিনিধিসহ ৪০০ শতাধিক লোক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি. সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ লুৎফর বলেন, কারিতাস বাংলাদেশ দেশে হল্যান্ডের আলুর বীজ এনে যে কৃষি বিপ্লব সম্প্রসারণ করেছে তা অতুলনীয়। কারিতাসের যে কার্যক্রম তার মধ্যে দেখা যায় অন্যতম হলো- অসহায় মানুষদের সহায়তা, শিক্ষাবৃত্তি, গবাদীপশু বিতরণ, বৃক্ষরোপন, দুর্যোগে সাড়াদান, কৃষি উন্নয়ন, প্রভৃতি কাজসহ দীর্ঘ ৫০ বছরে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছে যা এলাকার সকলকে সম্পৃক্ত করেই।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব পংকজ চন্দ্র দেবনাথ বলেন, একসময় দেশ ছিল তলা বিহীন ঝুড়ি, এখন দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ। আর দেশের সরকারের সাথে এনজিও’রা ব্যাপক ভূমিকা রাখছে। এজন্য কারিতাসকে ধন্যবাদ জানাই। তিনি কারিতাসের সুবর্ণজয়ন্তীর প্রার্থনার কিছু অংশ তুলে ধরে বলেন, এ পৃথিবীতে যাদেরকে সবাই ভুলে থাকে এবং যারা পরিত্যক্ত, অভাবী, হতদরিদ্র প্রভৃতি শ্রেণির মানুষের জন্য কারিতাস কাজ করে- যা খুবই প্রসংশনীয়। আজ দেখলাম, কারিতাস শুধু আর্থিক এবং উপকরণ সহায়তা নয় বরং গণমানুষকে স্বপ্নও দেখাচ্ছে যে ভবিষ্যতে কী করলে উন্নত জীবন-যাপন করা যাবে। কারিতাস স্বপ্ন দেখাবে সে স্বপ্ন আপনাদের নিজেদেরই বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল- জুবিলী উপলক্ষ্যে বিশেষ মানবিক সহায়তা হিসেবে ১০ জনকে আইজিএ সহায়তা, ২ জনকে শিক্ষাবৃত্তি সহায়তা, ৫ দশকের চিহ্নস্বরূপ কলেজ ক্যাম্পাসে ৫টি বৃক্ষরোপন, কৃষি স্টল প্রদর্শন ও সফল কৃষকের গল্প সহভাগিতা ইত্যাদি। এছাড়া কারিতাস বাংলাদেশ- ভালবাসা ও সেবায় ৫০ বছরের পথচলা বিগত ৫ দশকের ঐতিহাসিক, স্মরণীয় ও উল্লেখযোগ্য অর্জন সহভাগিতা, কারিতাসের কার্যক্রমের উপর জীবনসাক্ষ্য প্রদান, অতিথিদের উত্তরীয় ও জুবিলী সম্মাননা স্মারক প্রদানসহ কার্যক্রমও অনুষ্ঠানে অন্তর্ভূক্ত ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কারিতাসের সুবর্ণজয়ন্তী উৎসব পালন ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মি. দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (ডিএম), কারিতাস রাজশাহী অঞ্চল।
বরেন্দ্রদূত রিপোর্টার : অসীম ক্রুশ