আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সহকর্মী মি: জেমস ডি’ কস্তা, মাঠ কর্মকর্তা (ডিএম) অদ্য ১৪/৬/২০২২ খ্রিস্টাব্দে আনুমানিক সকাল ৭:৪৫ ঘটিকায় কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কারিতাস রাজশাহী অঞ্চলে সহকারী মাঠ কর্মকর্তা (ডিডস) প্রকল্পে কর্মজীবন শুরু করেন এবং কর্মকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে নিরলসভাবে সেবা প্রদান করে গেছেন। তিনি প্রায় ৩০ বছর কারিতাস বাংলাদেশে নিবেদিত প্রাণ হয়ে সেবা দিয়ে গেছেন।
আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার চিরশান্তির জন্য এবং শোক-সন্তপ্ত পরিবারের মঙ্গল, কল্যাণ ও শোক কাটিয়ে ওঠার শক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে সকলের প্রার্থনা কামনা করছি।
কারিতাস রাজশাহী অঞ্চলের পক্ষে-
সুক্লেশ জর্জ কস্তা
আঞ্চলিক পরিচালক
কারিতাস রাজশাহী অঞ্চল।