১৪ জুন ২০২২ খ্রিস্টাব্দ আনুমানিক সকাল ৭:৪৫ মিনিটে কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসে মিঃ জেমস ডি’ কস্তা স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে এবং ৬ ভাই-বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কারিতাস রাজশাহী অঞ্চলে সহকারী মাঠ কর্মকর্তা (ডিডস) প্রকল্পে কর্মজীবন শুরু করেন এবং কর্মকালীন সময়ে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে নিরলসভাবে সেবা প্রদান করে গেছেন। তিনি প্রায় ৩০ বছর কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলে নিবেদিত প্রাণ হয়ে সেবা দিয়ে গেছেন।
কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলে তার সুদীর্ঘ কর্মময় জীবন-
১। জুলাই ০১, ১৯৯২ খ্রিস্টাব্দে, পুঠিয়া উপজেলায় সহকারী মাঠ কর্মকর্তা (ডিডস) প্রকল্পে কর্মজীবন শুরু করেন।
২। পরবর্তীতে তিনি জুন ৫, ২০০০ মাঠ কর্মকর্তা (ডিডস) হিসেবে পদোন্নতি পান।
৩। অক্টোবর ০১, ২০০৭ খ্রিস্টাব্দে মাঠ কর্মকর্তা (ডিম) পদে দায়িত্ব দেয়া হয়
৪। তিনি জুন ১৮, ২০০৯ খ্রিস্টাব্দ থেকে মে, ২০১০ খ্রিস্টাব্দ পর্যন্ত কারিতাস খুলনা অঞ্চলে সেবা দায়িত্ব পালন করেন।
৫। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে অত্যন্ত নিষ্ঠার সাথে যেমন SCDRM, ERFAFB- ২০০৭, ILHP, REHABILITATION FOR FLOOD (২০১৪), ), FIELD FACILITATOR (LIFE), FIELD OFFICER (HEALTH) LIFE, LIFESAVING SUPPORT TO THE COVID-19 AFFECTED PEOPLE IN BANGLADESH. তিনি জানুয়ারী ০১, ২০২১ খ্রিস্টাব্দ থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাঠ কর্মকর্তা হিসেবে আলোকিত শিশু প্রকল্পে কর্মরত ছিলেন।
বরেন্দ্রদূত রিপোর্টার