১৫-২১ অক্টোবর ২০১৮ খ্রীষ্টাব্দ, “যুব শ্রেণি, বিশ্বাস ও জীবনাহ্বান নির্ণয়” মূলসুরকে কেন্দ্র করে সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে অনুষ্ঠিত হলো ৩০তম ধর্মপ্রদেশীয় যুব দিবস। পোপ ফ্রান্সিস কর্তৃক আগামী বছরের বিশ^ যুব দিবসের জন্য ঘোষিত মূলসুরকেই এবারের ধর্মপ্রদেশীয় যুব দিবসের মূলসুর হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর মঙ্গলসমাচারের বাণী হিসাবে বেছে নেওয়া হয়েছে- “ভয় পেয়ো না, মারীয়া! তুমি পরমেশ^রের অনুগ্রহ লাভ করেছ”- লুক ১:৩০। যুব দিবসের শুভ উদ্বোধন করেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জেভার্স রোজারিও। ধর্মপ্রদেশীয় যুব ক্রুশ অর্চনা ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে যুব দিবসের যাত্রা শুরু হয়। অতঃপর পবিত্র খ্রিষ্টযাগ অর্পণ, পতাকা উত্তোলন, শান্তির দূত পায়রা অবমুক্তকরণ, লগো উন্মোচন ও বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে যুব দিবসের শুভ উদ্বোধন করা হয়। রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও যুবদের উদ্দেশ্যে তাঁর সহভাগিতায় বলেন- যুবরা মণ্ডলীর কাছে কি চায়? ভালবাসা। আর মণ্ডলী যুবাদের প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করে। কারণ যুবরাই মণ্ডলীর কর্ণধার। বর্তমানে রোমে অনুষ্ঠিত যুবাদের উপর বিশপদের বিশেষ সম্মেলনের কথাও উল্লেখ করেন। উক্ত যুব দিবসে বেশ কয়েকজন ফাদার, সিস্টার ও এ্যানিমেটর উপস্থিত ছিলেন। রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে ১৪০ জন যুবক-যুবতী এ যুব দিবসে অংশগ্রহণ করে।

Please follow and like us: