গত ৮ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে চাঁদপুকুর ধর্মপল্লীতে দর্শকদের বাঁধভাঙা উল্লাসে ও বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় রাজশাহী ধর্মপ্রদেশীয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২। টুর্নামেন্ট এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় ফা: পাত্রাস হাসঁদা, ফা: সুজন গমেজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ অসংখ্য ফুটবল প্রেমী দর্শক। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে খেলোয়াড়গণ অংশগ্রহণ করেন এবং গ্র্যান্ড ফাইনাল খেলেন মুন্ডুমালা ধর্মপল্লী ও ডি.জে রাজশাহী। উক্ত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মুন্ডুমালা ধর্মপল্লী এবং রানার আপ হয়েছে ডি.জে রাজশাহী।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বিশপ মহোদয়ের পক্ষে বেনীদুয়ার ধর্মপল্লীর পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী। সেই সাথে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী শ্রদ্ধেয় ফাদার নবীন পিউস কস্তা এবং উক্ত টুর্নামেন্ট এর আহ্বায়ক শ্রদ্ধেয় ফা: প্রশান্ত আইন্দসহ ফা: জেমস শ্যামল গমেজ।
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশন কর্তৃক আয়োজিত এই টুর্ণামেন্টের মূলসুর হিসেবে নেয়া হয় “মাদক’কে না বলি, আলোর পথে চলি।” টুর্ণামেন্টের পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেয়া হয় ট্রফি ও ১৭ হাজার টাকা এবং রানার আপ দল ট্রফি ও ১৩ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফা: ফাবিয়ান বলেন, “খেলাধূলার পাশাপাশি আমাদের ভবিষৎ জীবনকে আরও সমৃদ্ধিশালী করে গড়ে তুলতে হবে।” ফা: নবীন পিউস কস্তা বলেন, “এই খেলাধূলার মাধ্যমে আমরা যেন একত্রিত হয়ে আমাদের জীবনকে আমাদের মণ্ডলির সাথে একত্রিত করে রাখতে পারি। মাদককে দূরে ঠেলে একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারি।”
উল্লেখ্য, তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া ডি.জে রাজশাহীকে ট্রাইবেকারে ৫-৪ ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্ডুমালা ধর্মপল্লী। নির্ধারিত সময়ে গোল শূন্য থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। মুন্ডুমালা গোল রক্ষকের দারুণ নৈপূণ্যে শেষ পর্যন্ত মুন্ডুমালা ধর্মপল্লী শেষ হাসি হাসে।
বরেন্দ্রদূত রিপোর্টার : জ্যোতি মুরমু