গত ১৩ জুলাই রোজ বুধবার বনপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে রাজশাহী ধর্মপ্রদেশীয় ক্রিকেট টুর্ণামেন্ট। যার মুলসুর হিসেবে নেওয়া হয়েছিল খ্রিস্ট জীবন্ত, মণ্ডলি জীবন্ত, যুবারা প্রাণবন্ত। যে মুলসুরকে কেন্দ্র করে একদিন ব্যাপী ক্রিকেট টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। টুর্ণামেন্টে রাজশাহী, নাটোর, পাবনা জেলা থেকে মোট ৪টি দল অংশগ্রহণ করে।

সকাল ৯:৩০ ঘটিকায় উদ্বোধনী প্রার্থনার মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংকর ডমিনিক গমেজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বনপাড়া ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ও সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজের মাধ্যমিক শাখার ইনচার্জ ফাদার পিউস গমেজ। টুর্ণামেন্ট এর আম্পায়ার হিসেবে ছিলেন সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের শিক্ষক দিপঙ্কর এক্কা ও উক্ত টুর্ণামেন্ট এর আহ্বায়ক হিসেবে ছিলেন ফাদার সাগর কোড়াইয়া।

রাজশাহী ধর্মপ্রদেশীয় এই টুর্ণামেন্টে প্রতিটি দল প্রতিটি দলের সাথে লিগ ভিত্তিতে খেলার পর বিকেল ৫ ঘটিকায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। যেখানে বনপাড়া ধর্মপল্লীর বড়দল বনাম রাজশাহী পবিত্র পরিবার ধর্মপল্লীর খেলা হয়। খেলায় বিজয়ী হয় বনপাড়া ধর্মপল্লীর বড়দল ও বিজিত দল পবিত্র পরিবার ধর্মপল্লী। শেষে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজশাহী ধর্মপ্রদেশীয় ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার

Please follow and like us: