গত ১৪ -১৮ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ রাজশাহী যুব কমিশনের এর আয়োজনে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলে মেয়েদের নিয়ে নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা ২০২২ এর আয়োজন করা হয়। উক্ত কর্মশালার মূলসুর ছিল “যুব নেতৃত্ব গঠনই, অংশগ্রহনকারী স্থানীয় মণ্ডলি গঠনের সোপান” এই প্রশিক্ষণ কর্মশালাই রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৩৫ জন ছাত্র-ছাত্রী, ১জন ফাদার ও একজন ডিকন অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণ কর্মশালার বিষয়গুলো হলো দায়িত্বশীল নেতা ও নেতৃত্বের ধারণা ও বৈশিষ্ট, পবিত্র বাইবেলের আলোকে নেতৃত্ব, ওয়ার্কশপ: নেতৃত্বের বাস্তবতা: সংকট ও সম্ভাবনা, Development Communication, Protection and safe guard ,Core Humanitarian standers, Facilitation Skill, SDG issues: Plan of Church & Government, Social Analysis: Youth/Own Society, এই বিষয়গুলোর উপর সহভাগিতা করা হয়।

রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও তাঁর সমাপনী খ্রিস্টযাগ ও মূল্যায়ন ও মুক্ত আলোচনার মাধ্যমে সমাপন করেন।  তিনি যুবা সমাজকে বলেন, যুবারা তোমরাই মণ্ডলির প্রাণ। ‘আমাদের মণ্ডলিতে যুবাদের অনেক কাজ করার আছে, তাই যুব নেতৃত্বের বিষয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। বর্তমান যুগে পরিবার সমাজ মণ্ডলিতে পরির্বতন আনতে যুবাদের নেতৃত্বদানের দক্ষতা অর্জন করতে হবে।’

এই প্রশিক্ষণের পরিচালক ফাদার সুরেশ পিউরীফিকেশন বলেন,‘মণ্ডলির ইতিহাসে ও বাইবেলের ইতিহাসে দেখি, ঈশ্বরের মনোনীত প্রবক্তাগণ মন পরিবর্তন, ন্যায্যতা শান্তির বাণী প্রচারে সাক্ষ্য বহন করে সঠিক নেতৃত্ব দিয়েছেন ঠিক একইভাবে আমাদেরকেও যোগ্য নেতা হিসেবে খ্রিস্টীয় নেতৃত্বদানের মাধ্যমে খ্রিস্টাদর্শ প্রচার করতে হবে।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে তরঙ্গ সরেন বলেন, ‘আমরা মণ্ডলির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ কারণ মণ্ডলির পক্ষ থেকে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণের আয়োজন করেছেন। আমরা এই প্রশিক্ষণের মধ্য দিয়ে অনেক কিছু শিখতে পেরেছি যা আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে ও মণ্ডলিতে নেতৃত্বদানের জন্য সহায়ক হবে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশপ জের্ভাস রোজারিও সার্টিফিকেট প্রদান করেন এবং প্রশিক্ষণে সক্রিয় অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সুরেশ পিউরীফিকেশন

Please follow and like us: