গত ১১-১২আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারীনিদের জন্য কমিশনের উদ্যোগে “ব্রতীয় জীবনে সেবায় একসাথে পথ চলা”– মূলভাবকে সামনে রেখে সিস্টারদের জন্য সেমিনারের আয়োজন করা হয় খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে। এতে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ফাদার ও সিস্টারসহ ৩৪ জন অংশগ্রহণ করেন। পবিত্র আরাধনার মধ্যদিয়ে সেমিনার শুরু হয়। মূলভাবের উপর সহভাগিতা করতে গিয়ে ফাদার বাবলু সরকার বলেন, আমাদের বিশ্বস্ত, কর্মঠ, উন্মুক্ত হৃদয়ের, গ্রহণীয় মনোভাবের, পারস্পরিক সহযোগিতার-সহভাগিতায় ও একসাথে পথ চলার মনোভাব অর্জন করতে হবে। সিস্টার নির্মলা, এসসি “ব্রতীয় জীবনের চ্যালেঞ্জ ও এর মোকাবেলা”-এর উপর সহভাগিতায় বলেন, নম্রতার সাথে গ্রহণীয় মনোভাব রেখে চললে আমরা এই জীবনের অনেক সমস্যা খুব সহজেই মোকাবেলা করতে পারবো।
পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্যকারী বিশপ জের্ভাস রোজারিও বলেন, মণ্ডলিকে আমাদের বধুর মতো মনে করতে হবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক যেমন মধুর, ভালবাসাময়, সহভাগিতাপূর্ণ তেমনি আমাদের হতে হবে মণ্ডলির সাথে। উন্মুক্ত আলোচনা, মূল্যায়ন, প্রস্তাব গ্রহণ, শিক্ষা সফর ও পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে সেমিনার পরিসমাপ্তি হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন