“প্রতিপালিকা তুমি মা, তোমাকে জানাই প্রণাম……..”

গত ১৫ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দ সোমবার গোপালপুর ধর্মপল্লীতে মহাসমারোহে পালিত হল ধর্মপল্লীর প্রতিপালিকা স্বর্গোন্নীতা মারীয়ার মহাপর্ব। পর্ব দিনের এই খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন রাজশাহী ধর্মপ্রদেশের মহামান্য বিশপ জের্ভাস রোজারিও ডি.ডি। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ জন ফাদার, বেশ কয়েকজন সিস্টার এবং অত্র ধর্মপল্লী ও নিকটবর্তী ধর্মপল্লীর মোট ৯০০ জন খ্রিস্টভক্ত।

প্রথমে ফাদার বাড়ির সামনে থেকে বিশপ মহোদয়কে পাহাড়িয়া গানের নৃত্যের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আদিবাসী কৃষ্টি অনুসারে বিশপ মহোদয়কে পা ধোয়ানো হয় এবং ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  এরপর ব্যতিক্রমী খ্রিস্টীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ৯ দিন নভেনার ৯ টি পতাকা নিয়ে ৯ জন শিশু এবং ধর্মপল্লীর ১৭ টি ব্লকের প্রধানগণ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রধানগণ। শোভাযাত্রার পর কুমারী মারীয়ার মুর্তিতে ফুলের মালা পরিয়ে দেন বিশপ মহোদয় এ সময় গান চলতে থাকে। খ্রিস্টযাগের ভুমিকা পাঠের পর বিশপ মহোদয় তার জন্ম দিনের বাতি প্রজ্জ্বলন করেন। বিশপ মহোদয় তার উপদেশে বলেন, কুমারী মারীয়া হলেন পরিবারের আর্দশ। তাই আমরা যেন প্রতিদিন সন্ধ্যা বেলা পরিবারে রোজারি মালা প্রার্থনা করি। এই ধর্মপল্লীর প্রতিপালিকা সেই আশির্বাদ দান করেন। বিশপ মহোদয় আরো বলেন, এই ধর্মপল্লী বর্তমানে আবার নতুন জীবন ও প্রেরণা ফিরে পাচ্ছে। ধর্মপল্লীর খ্রিস্টভক্তদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।

খ্রিস্টযাগ শেষে পাল-পুরোহিত ফাদার দীপক কস্তা, ওএমআই সবাইকে ধন্যবাদ জানান এবং পরে বিশপ মহোদয় পর্বীয় বিস্কুট আশির্বাদিত করেন। উল্লেখ্য পর্বের আগে ৯ দিন সকাল-বিকাল নভেনা পরিচালনা হয় ব্লক ভিক্তিক। গির্জা পর্বকে অর্থপূর্ণ করার জন্য আধ্যাত্বিক প্রস্তুতিস্বরূপ ৯ দিনব্যাপি খ্রিস্টযাগসহ নভেনা প্রার্থনা করা হয়। নভেনার নয়টি মূলভাবকে সামনে রেখে নয়টি ব্লকের খ্রিস্টভক্তগণ সক্রিয় অংশগ্রহন করেন। ৯ দিন নভেনার ৯টি মূলসুর ছিল। নভেনার ভুমিকা, উদ্দেশ প্রার্থনা, রোজারিমালা প্রার্থনা, নভেনা প্রার্থনা সমস্ত কিছু ব্লক সদস্যরা করেন।  খ্রিস্টযাগ শেষে সাংকৃতিক অনুষ্ঠানে উদ্ভোধনী নৃত্যের মধ্যদিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়।

পরিশেষে সকল খ্রিস্টভক্তদের দুপুরের খাবারের মধ্য দিয়ে পর্বীয় অনুষ্ঠান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : মি. অতুল  বিগেল

Please follow and like us: