গত ১৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দে পরম শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও’কে বরিশাল ধর্মপ্রদেশের দ্বিতীয় বিশপ হিসেবে অভিষিক্ত করা হয়। অভিষেক অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করেন আর্চ বিশপ বিজয় ক্রুশ, ওএমআই, বিশপ সুব্রত হাওলাদার, সিএসসি ও বিশপ জের্ভাস রোজারিওসহ বাংলাদেশ ক্যাথলিক মণ্ডলির কর্মরত বিশপগণ ও বিভিন্ন ধর্মপ্রদেশ থেকে আগত ২শত’র অধিক পুরোহিত ১০০ জন সিস্টার এবং ৫০০০ মত খ্রিস্টভক্ত এতে অংশগ্রহণ করেন। এছাড়াও কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও ও বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত ও পোপ মহোদয়ের প্রতিনিধি আর্চ বিশপ জর্জ কোচেরী।

বিশপীয় অভিষেকের দীর্ঘ প্রস্তুতির পর ১৮ আগস্ট মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বরিশালে পৌঁছলে বিকাল ৪:০০ টার সময় তাদেরকে সাদরে বরণ করা হয়। অত:পর বিশপ ইম্মানুয়েলের মঙ্গল কামনা করে তাঁকে ঘিরে পবিত্র ঘন্টা প্রার্থনা অনুষ্ঠান করা হয়। ১৯ আগস্ট সকাল ৯:০০ টার সময় কীর্তন ও শোভাযাত্রাসহকারে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।

খ্রিস্টযাগের শুরুতে আর্চ বিশপ বিজয় ক্রুশ বলেন, আজ আমরা অত্যন্ত আনন্দিত হৃদয়ে বরিশাল ধর্মপ্রদেশের মনোনীত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র অভিষেক অনুষ্ঠান উপস্থিত হয়ে পরম করুণাময় মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিশপীয় অভিষেক অনুষ্ঠানের পবিত্র খ্রিস্টযাগের উপদেশে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও বলেন- আজ আমরা এই পবিত্র স্থানে ও পবিত্র অনুষ্ঠানে সম্মিলিত হয়েছি ঈশ্বরের প্রশংসা করতে ও তাঁকে ধন্যবাদ জানাতে। ঈশ্বর অনুগ্রহ করে বরিশাল ধর্মপ্রদেশের জন্যে দ্বিতীয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিওকে দান করেছেন। আমরা আমাদের পুণ্যপিতা পোপ ফ্রান্সিসকেও অশেষ ধন্যবাদ জানাই। কারণ, তিনি বরিশাল ধর্মপ্রদেশের জন্যে একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে নির্বাচন করেছেন। শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল আপনাকে কিছু বলার আগে আমি আপনার উত্তরসূরী পূর্বসূরী বরিশাল ধর্মপ্রদেশের মাত্রই ভূতপূর্ব বিশপ বর্তমানে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের ধর্মপাল আর্চবিশপ সুব্রত লরেন্স হাওলাদার মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় আর্চবিশপ সুব্রত মহোদয় আপনি বিগত ৫ বছর ধরে অতি যতœ ও ভালবাসা সহকারে একজন প্রকৃত ও দক্ষ মেষপালকের মতই এই বরিশাল ধর্মপ্রদেশ তথা বরিশাল ধর্মপ্রদেশের ঐশ জনগণকে পরিচালনা করেছেন। এই স্থানীয় মণ্ডলির বিশ্বাসী ভক্তদের অন্তরে বিশ্বাসের দৃঢ়তা আনোয়ন করেছেন তাদের মধ্যে মিলনের আনন্দ দান করেছেন। তাদের অন্তরে পরিত্রাণের আশা ও আনন্দ জাগিয়েছেন। আপনার পরিশ্রমসাধ্য এই অবদানের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনার বর্তমান কর্মস্থল চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে আগামী দিনগুলোতে আরো দক্ষতা যত্ন ও ভালবাসা সহকারে সেবাদান করে যাবেন এই কামনা করি। ঈশ্বর আপনাকে প্রচুর আশির্বাদ দান করুন।

প্রিয়জনেরা বিশপ ইম্মানুয়েল বিশপ হিসেবে তার মনোনয়নের পূর্বে রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ও উন্নয়ন পরিচালক ছিলেন। তারও আগে তিনি আমাদের পবিত্র আত্মা মেজর সেমিনারীতে পরিচালক ছিলেন। তিনি বিভিন্ন ধর্মপল্লীর পাল-পুরোহিত ছিলেন ও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমরা আজ তার জন্যে সত্যিই গর্বিত ও আনন্দিত। আমরা তার জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁকে যেন ঈশ্বর দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন। ঈশ্বরের আশির্বাদে তিনি যেন একজন প্রেমপূর্ণ যত্নশীল ও দক্ষ মেষপালকের গুণাবলীতে বিকশিত হতে পারে। এই কামনা করি।

কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও বলেন- প্রথমত: পুণ্যপিতা পোপ মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে তিনি আমাদের নব অভিষিক্ত ইম্মানুয়েল কানন রোজারিওকে বরিশাল ধর্মপ্রদেশের দ্বিতীয় ধর্মপাল রূপে নিযুক্ত করেছেন। আমরা সবাই খুশি এবং ধর্মপাল রূপে যিনি আজকে মনোয়ন পেয়েছেন তাকে আমাদের কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সেই সাথে বরিশাল ডায়োসিসের সকলকে জানাই আমাদের ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা ।

ঈশ্বর তার হৃদয়ের মানুষকে পালক রূপে নিযুক্ত করেন। ধর্মপাল হওয়া একটি স্বেচ্ছাকৃত আহ্বান এবং তার দান। কারণ জীবনে এ দানটি যখন আসে তখন প্রথম অনুভূতি আমি অর্জন করি। তার এই অযোগ্যতার অনুভূতি হচ্ছে ঈশ্বরের যোগ্যতার প্রমাণ। সেই ভাব নিয়েই আমার দৃঢ় বিশ্বাস যে নতুন ধর্মপাল এই বরিশাল ডায়োসিসে আগমন করেছেন এবং গতকাল খুব সুন্দর ভাবে তিনি তা ব্যক্ত করেছেন। তাই আমাদের উচিত সেই তাঁকে নিয়ে আনন্দ করা এবং একত্রে পথ চলা।

বাংলাদেশে নিযুক্ত ভাটিকানের রাষ্ট্রদূত ও পোপ মহোদয়ের প্রতিনিধি আর্চ বিশপ জর্জ কোচেরী বলেন- পোপ মহোদয় তোমাদের ভালবাসেন। তিনি তোমাদের জন্য প্রার্থনা ও আশির্বাদ করেন। বরিশাল ধর্মপ্রদেশের জন্য আমার হৃদয়ে একটি বিশেষ স্থান রয়েছে। বরিশালকে ধর্মপ্রদেশ ঘোষণা করার প্রায় ২৫ বছর প্রক্রিয়াধীন ছিল। আমি ২০১৪ খ্রিস্টাব্দ থেকে শুরু করে বরিশাল ধর্মপ্রদেশের প্রত্যেকটি ধর্মপল্লী ফরিদপুর, বানিয়াচর, গৌরনদী, নারকেল বাড়ি, বরিশাল, ঘোড়ার পাড়, মাটিভাঙ্গা এবং পাদ্রিশিপুর একাধিকবার পরিদর্শন করেছি। আজকের এই আনন্দের দিনে আমি নবভিষিক্ত বিশপ এবং বরিশাল ধর্মপ্রদেশের সকল ভক্তকে উষ্ণ অভিনন্দন জানাই এবং তাদের মঙ্গল কল্যাণ কামনা করি।

বর্তমানে যিনি চট্টগ্রাম ধর্মপ্রদেশের আর্চ বিশপ সুব্রত লরেন্স হাওলাদার সিএসসি যিনি বরিশাল ধর্মপ্রদেশের প্রাক্তন বিশপ ছিলেন তিনি পুণ্যপিতা পোপ কর্তৃক এই ধর্মপ্রদেশের প্রথম বিশপ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। আমি তাকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে তিনি এই ধর্মপ্রদেশে শুরু থেকে ৬ বছর অদ্যবধি প্রৈরিতিক প্রশাসক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রথম বিশপ হিসেবে তার পক্ষে যতটুকু সম্ভব ছিল তিনি ততটুকুই সেবা দিয়েছেন কঠোর পরিশ্রম করেছেন। পালকীয় সেবা কাজ করার জন্য এবং প্রেমপূর্ণ সেবাদান করেছেন পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের পক্ষে আমি পরম শ্রদ্ধেয় আর্চ বিশপ সুব্রত লরেন্স হাওলাদারকে ধন্যবাদ জানাই। তার পালকীয় উৎসাহ অনুপ্রেরণা যা তিনি প্রকাশ করেছেন একজন উত্তম মেষপালক হিসেবে বরিশালের ভক্তজনগণের সেবাদানের মধ্যদিয়ে।

আমি আজকের নবভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিওকে অভিনন্দন জানাই। যিনি আজকে আনুষ্ঠানিকভাবে বরিশাল ধর্মপ্রদেশের দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা জানি, বিশপগণ হলেন প্রেরিতদূতদের উত্তরাধিকারী। প্রভু যিশুখ্রিস্ট নিজেই যাদের উপরে এই নির্দেশ দান করেছেন। সুতরাং যাও সকল জাতিকে আমার শিষ্য কর আমি তোমাদের যে সকল আদেশ দিয়েছি তা শিক্ষা দাও এবং পালন করতে শেখাও। বিশপ ইম্মানুয়েল আজকে একই নির্দেশ বা আদেশ পাচ্ছেন বরিশাল ধর্মপ্রদেশের জন্য। আমি বিশপ ইম্মানুয়েলকে ভালভাবেই চিনি, তাকে জানি। আমি বিশ্বাস করি এবং আমি আশ্বস্থ যে তার যথেষ্ঠ প্রজ্ঞা রয়েছে। বিচক্ষণতা এবং নেতৃত্বদানের মানবীয় গুণাবলী রয়েছে। যার মধ্যদিয়ে তিনি তার এই দায়িত্ব যথাযথভাবে ফলপ্রসূভাবে পালন করতে পারবেন। আমি পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের পক্ষে বিনীত আবেদন জানাই বরিশাল ধর্মপ্রদেশের সকল যাজক সন্ন্যাসব্রতধারী-ব্রতধারিনী এবং ঐশ জনগণের কাছে আপনারা আপনাদের নতুন বিশপ ইম্মানুয়েলের সাথে সহযোগিতা করবেন তাকে সমর্থন করবেন যেন তিনি কার্যকরীভাবে ফলপ্রসূভাবে এই ধর্মপ্রদেশে ঐশবাণী প্রচার এবং সেবাকাজ করতে পারেন।

আমি পরমেশ্বরের আশির্বাদ এবং মা মারীয়ার সহায়তা যাচ্না করি যেন এই নতুন ধর্মপ্রদেশ আধ্যাত্মিকভাবে দিনে দিনে আরো বিকশিত হয় সকল মেষদের পরিত্রাণের নিমিত্তে। সবাইকে ধন্যবাদ।

নবভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও তার বিশপীয় অভিষেকের আনন্দ অনুভূতি এভাবে ব্যক্ত করেন- আজ আমি আমার হৃদয়ের গভীর আনন্দ নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কেননা, সুদূর বরেন্দ্রভূমি থেকে ধান-নদী-খালে সুসজ্জিত বরিশাল ধর্মপ্রদেশে পালকীয় সেবাদানের জন্য তিনি আমাকে ডেকে এনেছেন। কৃতজ্ঞতা জানাই আমার স্বর্গীয় পিতা-মাতাকে যাদের ভালোবাসায় আমি এ জগতে এসেছি। আমার ভাইবোনদেরকে যাদের অনুপ্রেরণায় সহযোগিতায় যাজক হওয়ার অনুপ্রেরণা লাভ করেছি। আমাকে বিশপ হিসেবে মনোনীত করার জন্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পুণ্য পিতা পোপ ফ্রান্সিসকে। বাংলাদেশে নিযুক্ত পুণ্য পিতার প্রতিনিধি মহামান্য আর্চ বিশপ জর্জ কোচেরী, মহামান্য কার্ডিনাল ও বাংলাদেশ কাথলিক সম্মিলনীকে। সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সার্বিক সহযোগিতা দিক নিদের্শনা ও পরামর্শের জন্যে। বরিশাল ধর্মপ্রদেশের দায়িত্ব পালন করেছেন আর্চ বিশপ সুব্রত হাওলাদার তার প্রতি, এখানকার সব যাজকদের প্রতি, ব্রতধারী ব্রতধারিনী খ্রিস্টভক্ত অন্যান্য মণ্ডলি অন্যান্য ধর্মের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাদের অকল্যাণ পরিশ্রমের এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরিশাল ধর্মপ্রদেশের ধর্মপাল হিসেবে আমাকে সাদরে গ্রহণ করার জন্য। আব্রাহামের প্রতি ঈশ্বরের আহ্বান তুমি হয়ে উঠবে সকলের মানুষদের কাছে একটি আশির্বাদ। সাধু পিতরের প্রতি যিশুর নির্দেশ আমার মেষদের প্রতিপালন কর। হৃদয় গভীরে ঐশ আহ্বান হবার মেষদের প্রতিপালন করার সেই ডাক আমিও শুনতে পেয়েছি। প্রবক্ত ইসায়ার মতো আমিও বলছি এইতো “আমি আমাকে পাঠাও।” যিশুর মতো বলেছি এইতো আমি তোমার ইচ্ছা পূর্ণ করতে এইতো এসেছি আমি। শুধুমাত্র আমার যোগ্যতা ও গুণাবলীর জন্যেই আমাকে ঈশ্বর আহ্বান করেননি এবং আমি আসিনি। বরং ঈশ্বরের অনুগ্রহ কৃপা আশির্বাদ লাভ করেই আমি মনোনীত এবং প্রেরিত হয়েছি। তাই সাধু পলের মতো অন্তরেও একটি গভীর আকাংক্ষা যে অজানা অচেনা পরিবেশে আমি আপনাদের চিনতে চাই, আমি এসেছি যেন আপনাদের সাথে পরিচিত হতে পারি। সকল আত্মিক অনুগ্রহ বা ঐশদান আপনাদের সাথে ভাগ করে নিতে পারি। আপনাদের অন্তরে শক্তি জাগ্রত করতে পারি পরস্পরের প্রতি খ্রিস্টবিশ্বাস দ্বারা একে অন্যকে উদ্বুদ্ধ অনুপ্রাণিত করতে পারি এবং খ্রিস্টবিশ্বাসে ফসল সংগ্রহ করতে পারি। জানি ধর্মপালের নিকট ধর্মপ্রদেশের সকলেরই অনেক অনেক প্রত্যাশা তাই আপনাদের সকল প্রত্যাশা আশা আকাংক্ষা ব্যথা-বেদনা প্রাপ্তি অপ্রাপ্তি সমস্ত কিছুকে আপনাদের জীবনের ব্যাকুল আকুতিগুলোকে আমার হৃদয়ে হরণ করে উত্তম মেষপালক যিশুর হৃদয়ে স্থিত হতে চাই। যাতে তার হৃদয়ের দয়া কোমলতা সহানুভূতি দিয়ে আমি আপনাদের যত্ন নিতে পারি সেবা করতে পারি। এই প্রত্যাশা গুলো পুরণে আমাদের সকলকে একসঙ্গে কাজ করে যেতে হবে। সাধু আগস্টিনের কথা দিয়ে বলতে চাই, আপনাদের জন্যে আমি একজন বিশপ। কিন্তু আপনাদের সাথে আমি একজন খ্রিস্টভক্ত। প্রথমটি একজন বিশপের যে দায়িত্ব সেবাদায়িত্ব। আর দ্বিতীয়টি আপনাদের মতোই আমার সার্বজনীন খ্রিস্টীয় জীবনাহ্বান। তাই কোন বৈষম্য বা বিরোধ নয় একসাথে জীবন যাপন করা এবং পথ চলাই আমাদের সকলের দায়িত্ব। নিজ নিজ স্থানে থেকে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের যে অনুগ্রহ দানগুলো আমরা পেয়েছি সেগুলো যথাযথভাবে ব্যবহার করে অন্তরে ভালবাসা দিয়ে আসুন ভেঙ্গে ফেলি বিচ্ছেদ বিভেদের বিদ্বেষের প্রাচীর। নতুন মানুষ হয়ে উঠি নতুন পথে যাত্রা করি হয়ে উঠি এক মন এক প্রাণ। আপনারা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন অনেক ফাদার সিস্টারগণ এসেছেন খ্রিস্টভক্ত আপনাদের ভালবাসা প্রার্থনা জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আসুন, ঈশ্বরকে এবং মণ্ডলিকে ভালবাসি।

Please follow and like us: