গত ২৫ আগস্ট বরিশাল ধর্মপ্রদেশের নব অভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও তাঁর নিজ ধর্মপল্লী ফৈলজানাতে শুভাগমন করেন। বরিশাল ধর্মপ্রদেশের ৮ জন ফাদার ৬ জন সিস্টার এবং কয়েক জন খ্রিস্টভক্ত তাঁর এই প্রথম শুভাগমনের শরিক হন। বিকাল ৩:৩০ মিনিটে ফৈলজানা ধর্মপল্লীতে উপস্থিত হলে পাল-পুরোহিত এ্যাপোলাসহ অন্যান্য ফাদার, সিস্টার এবং খ্রিস্টভক্তগণ তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে তিনি তাঁর নিজ পিত্রালয়ে গেলে তাঁর সকল ভাই-বোন ও আত্মীয়স্বজনগণ তাদেরকে ফুলের মালা ও ফুল দিয়ে বরণ করে নেন এবং কীর্তন গান সহযোগে ও ব্যানপার্টি বাজিয়ে নাচ ও গানের মধ্য দিয়ে বিশপ মহোদয়কে তার পিত্রালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তার আত্মীয় স্বজনদের উদ্যোগে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক আনুষ্ঠান করা হয়।

গত ২৬ আগস্ট বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও তাঁর নিজ ধর্মপল্লী ফৈলজানাতে প্রথমবারের মত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তঁর সর্হাপিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী ও বরিশাল ধর্মপ্রদেশের ৪৫ জন যাজক, ২ জন ব্রাদার, ২৫ জন সিস্টারসহ ১০০০ হাজারের মত খ্রিষ্টভক্ত। খ্রিস্টযাগের উপদেশে বিশপ মহোদয় বলেন, প্রিয়জনেরার, গতকাল যখন আমি আমার ফাদারদের সাথে আসছিলাম । তখন তাদের মধ্য থেকে কয়েকজন বলছিল যে, ফৈলজানা একটি অত্যন্ত প্রতন্ত অঞ্চল। আমি হেসে বলেছিলাম, কী আর করা যায়? ঈশ্বর তো এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমাকে বেঁছে নিয়েছেন এবং মনোনীত করেছেন তারই প্রেরণ কাজ করার জন্য। আজকের প্রথম পাঠে, প্রবক্তা ইসাইয়ার বাণী গ্রন্থ থেকে আমরা শুনতে পেলাম যে, যিশু আত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তাঁর প্রচার বা প্রেরণ কাজ শুরু করেন তাঁর নিজ জন্মস্থান থেকেই, অর্থাৎ তাঁর নিজ গ্রাম নাজারেথ থেকেই। পাঠের আলোকে আজ আমিও অনুভব করি, ঈশ্বরই আমাকে এই ফৈলজানা মিশন থেকে বেছে নিয়েছেন, মনোনীত করেছেন এবং প্রেরণ করছেন তাঁরই বাণী ঘোষণা করতে। ঈশ্বরের কাজে মনোনীত হওয়া আমাদের প্রতি ঈশ্বরের একটি বিশেষ দান বা অনুগ্রহ। তাই ঈশ্বরকে আনন্দ চিত্তে ধন্যবাদ জানাই তাঁরই এই বিশেষ দান এবং অনুগ্রহের জন্য। আজকের দিনের এই আনন্দ শুধুমাত্র আমার একার জন্য বরং এই আনন্দ হলো আমাদের প্রত্যেকের জন্য।

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও তাঁর বক্তব্যে বলেন, আজ আমি বরিশাল ধর্মপ্রদেশের নব অভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’কে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার সম্বন্ধে বলতে চাই, স্বয়ং ঈশ্বর তাঁর জনগণকে পরিচালনা, রক্ষনাবেক্ষণ ও লালন-পালন করণার্থে বিভিন্ন ব্যক্তিদের মনোনীত করেন, বেঁছে নেন। শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’কে ঈশ্বরই বেঁছে নিয়েছেন তাঁর মাধ্যমে বরিশাল ধর্মপ্রদেশের মেষদের যত্ন নেওয়ার জন্য। একজন মেষপালক ঈশ্বর দ্বারা মনোনীত; ইহা স্বয়ং পবিত্র আত্মারই কাজ। তাই আমাদের সকলেরই কাজ হল ঈশ্বরের এই মহান মেষপালকের সাথে সর্বান্তকরণে সহযোগিতা করা। প্রার্থনায় ও কাজে সর্বদা তাঁর সাথে একাত্মতা প্রকাশ করা। তাঁর সাথে আমরা সর্বস্তরের মানুষ যতবেশী সহযোগিতা করব, ঐশরাজ্য বিস্তার ও প্রসারের কাজ তত বেশী ও দ্রুত ফলপ্রসূ হবে।

শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কাননের বন্ধুবর পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার পল গমেজ তার বক্তব্যে বলেন, প্রকৃতপক্ষে, আমার জানা ও দেখায় নানাবিধ বিষয়ে জ্ঞান ও দক্ষতা লাভে এবং যাজক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করার বৈচিত্র অভিজ্ঞতা তাঁকে একজন পরিপক্ক এবং পরিপূর্ণ মানুষরুপে প্রতিষ্ঠিত হতে ও জীবনের এই পর্যন্ত আসতে সহায়তা করেছে। আমি মনে করি, সে এখন একজন সফল ও সুখী মণ্ডলির পালক। ঈশ্বর তাঁকে মণ্ডলি পরিচালনায় একটি সঠিক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন; যা তাঁর যাজকীয় জীবনের পরিপূর্ণতা পেয়েছে। আমি সুনিশ্চিত বলতে পারি যে, শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল রোজারিওকে ঈশ্বর জন্ম থেকেই একটি বিশেষ আহ্বান দিয়েছেন। মণ্ডলির যাজক হওয়ার জন্য এবং এই ঐশ আহ্বানে সে আবিস্কার করেছে দীর্ঘ বছর ধ্যান-প্রার্থনা ও জীবন সাধনার মধ্য দিয়ে।

নব অভিষিক্ত বিশপ ইম্মানয়েল কানেনর ফৈলজানা ধর্মপল্লীতে তাঁর শুভাগন উপলক্ষে ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ উদ্দিন বলেন, ফৈলজানা ইউনিয়ন একটি অনন্য ইউনিয়ন। কারণ এই ইউনিয়নে বিভিন্ন ধর্মের মানুষ মিলে-মিশে একসাথে বসবাস করে। এরই মধ্যে আমাদের এই ফৈলজানা ইউনিয়নকে আরও গর্বিত করেছেন এই এলাকারই সন্তান নব অভিষিক্ত বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। তিনি যিশুর মতো দরিদ্রতা ও বিনম্রতার পথ অনুসরণ করে কয়েক বছর আগে তাঁর যাজকীয় জীবনের রজত জয়ন্তী পালন করেছেন। ভোগবাদ ও আধুনিক জগতে তার এই আত্মদান সত্যি প্রশংসনীয়। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমি শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিওর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং তাঁর জন্য সৃষ্টিকর্তার কাছে বিশেষ দোয়া প্রার্থনা করি, যেন তিনি তাঁর দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন এবং জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যেতে পারেন।

ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও তার বক্তব্যে বলেন, আজ সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও’র জীবনের জন্য। কারণ তিনি ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে জীবন উৎসর্গ করেছেন এবং দীর্ঘদিন ধরে খ্রিস্টমণ্ডলিকে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি ২০১৮ খ্রিস্টাব্দে যাজকীয় জীবনের রজত জয়ন্তী পালন করেছেন। অতঃপর কিছুদিন পূর্বে তিনি বরিশাল ধর্মপ্রদেশের বিশপ হিসেবে অভিষিক্ত হলেন। তাই, ফৈলজানা ধর্মপল্লীর সকলের পক্ষ থেকে শ্রদ্ধেয় ফাদার ইম্মানুয়েল কানন রোজারিওকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই বরিশাল ধর্মপ্রদেশের খ্রিস্টভক্তদের, কেননা তাঁরা তাঁদের ধর্মপ্রদেশের জন্য একজন অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ব্যক্তিকে বিশপ হিসেবে পেয়েছেন। রাজশাহী ধর্মপ্রদেশ তথা ফৈলজানা ধর্মপল্লীর সন্তানকে বরিশাল ধর্মপ্রদেশের জন্য বিশপ হিসেবে দেখতে পেয়ে আমরা সকলে আনন্দিত ও গর্বিত। আমরা বিশ্বাস করি, এভাবেই ঈশ্বরের ইচ্ছা ও পরিকল্পনা বাস্তবায়িত হয়ে চলেছে।

বরেন্দ্রদূত রিপোর্টার

 

Please follow and like us: