গত ২৮ শে আগস্ট ২০২২, রোজ রবিবার সাধ্বী রীতা’র ধর্মপল্লী মথুরাপুরে ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণ সকলে মিলে বাঙ্গালী কৃষ্টিতে মহা সমারোহে বরিশাল ধর্মপ্রদেশের নব অভিষিক্ত পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিওকে বরণ করে নেয়। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে পেয়ে মথুরাপুর ধর্মপল্লীর খ্রিস্টভক্তগণের আনন্দের দৃশ্য ছিল বেশ-চোখে পড়ার মত। বিশপ কানন এক সময় মথুরাপুর ধর্মপল্লীর সন্তান ছিলেন বলে মথুরাপুরবাসি তাঁকে বেশ আনন্দ এবং গর্বের সাথে বরণ করে নেয়।
রবিবার দিন সকালে বিশপকে পা ধোঁয়ানো ও ফুলের মালা প্রদান করার মাধ্যমে তাঁকে মথুরাপুরবাসি শুভেচ্ছা প্রদান করে। শুভেচ্ছা প্রদানের পর পবিত্র খ্রিস্টযাগ আরাম্ভ হয়। এতে প্রধান পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় প্রভু বিশপ নিজেই এবং এই পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করতে সহায়তা দান করেন অত্র ধর্মপল্লীর পাল পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী এবং ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন। পবিত্র খ্রিস্টযাগ শেষে আবারও ধর্মপল্লীবাসি বিশপকে ফুলের তোড়া এবং বিভিন্ন উপহার প্রদান করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার স্বপন মার্টিন পিউরিফিকেশন