পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের প্রৈরিতিক পত্র ‘লাউদাতো সি’ একশন প্লাটফর্মের আলোকে বাংলাদেশ কাথলিক বিশপ কনফারেন্স, মোহাম্মদপুরে বাংলাদেশ ন্যায় ও শান্তি কমিশনের অর্ধদিবসব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। পুণ্যপিতা ফ্রান্সিসের ৭ বছরব্যাপী কর্মপরিকল্পনার সাথে একাত্ম হয়ে বাংলাদেশ ন্যায় ও শান্তি কমিশন কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা করে।

বাংলাদেশ ন্যায় ও শান্তি কমিশনের সভাপতি বিশপ জের্ভাস রোজারিও, সেক্রেটারী ফাদার লিটন গমেজ, সিএসসি, এশিয়া কারিতাসের প্রেসিডেন্ট ড. আলো ডি’রোজারিও, ৮টি ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের আহ্বায়ক ও সদস্যদের অংশগ্রহণে ২৭ আগস্ট সকাল ৮:৩০ মিনিটে কর্মশালা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্যে বিশপ জের্ভাস রোজারিও বাংলাদেশের প্রত্যেকটি ধর্মপ্রদেশের  প্রতিটি ধর্মপল্লী, সেমিনারী, প্রতিষ্ঠান, সমাজ, সংঘ-সমিতি, পরিবার তথা ব্যক্তি পর্যায়ে পুণ্যপিতা ফ্রান্সিসের ৭ বছরব্যাপী ‘লাউদাতো সি একশন প্লাটফর্ম’ স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।

‘পরিবর্তনশীল বিশ্বে মানবাধিকার ও ন্যায্যতা বিষয়ক ধারণা ও কর্মকৌশল বিষয়ে চিন্তা-ভাবনা’ মূলভাবের ওপর আলোচনা করেন ড. আলো ডি’রোজারিও। বর্তমান পৃথিবীর নানাবিধ বৈশ্বিক সমস্যার মধ্যে মানুষের মনবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে আদিবাসীদের অধিকার সচেতনতা বৃদ্ধি, সিলেটের চা শ্রমিকদের ন্যায্য হিস্যা আদায় বিষয়গুলো আমাদের ভাবায় এবং এ নিয়ে কাজ করার বিষয়ে তিনি তার আলোচনায় তুলে আনেন।

অংশগ্রহণকারীদের মুক্তালোচনায় ধর্মপ্রদেশভিত্তিক ন্যায় ও শান্তি কমিশনের কার্যক্রমের সার্বিক চিত্র ওঠে আসে। এছাড়াও ‘তালিথা কুম’ আন্দোলনের সাথে ‘তালিথা কুম বাংলাদেশ’ যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং নারী ও শিশুদের অধিকার আদায়ে কাজ করছে তা আলোকপাত করা হয়। ‘তালিথা কুম বাংলাদেশ’ ঢাকার পাশাপাশি অন্যান্য ধর্মপ্রদেশেও সিস্টারদের অংশগ্রহণে কার্যপরিধি বৃদ্ধি ও প্রতিষ্ঠার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সাগর কোড়াইয়া

Please follow and like us: