বিগত ০২/০৯/২০২২ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার “আমরা যুবা” দায়িত্বপ্রাপ্ত সেবক-সেবিকা” এই মূলসুরের উপর ভিত্তি করে ভূতাহারা ধর্মপল্লীতে যুবাদের প্রতিভা বিকাশ ও মিলনমেলা উৎসব-২০২২ খ্রীষ্টাব্দ উদযাপন করা হয়।

এতে ভূতাহারা ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে হাইস্কুল ও কলেজ পড়ুয়া তিনশত যুবক-যুবতী অংশগ্রহণ করে। পবিত্র খ্রিস্টযাগ, যুবা র‌্যালী ও স্লোগান, বিসিএসএম (বাংলাদেশ কাথলিক স্টুডেন্ট্স মুভমেন্ট) ও ওয়াইসিএস (ইয়াং খ্রিস্টান স্টুডেন্ট্স মুভমেন্ট) সর্ম্পকে ধারনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে উৎসবটিকে উদযাপন করা হয়।

ভূতাহারা ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত ফাদার প্রশান্ত টি. আইন্দ ও রাজশাহী যুব কমিশন থেকে আগত পাঁচজন স্বেছাসেবক এবং ধর্মপল্লীর সবার সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে যুবাদের এই মিলনমেলাটি সত্যিকার অর্থেই উৎসবে পরিণত হয়। যুবারা যেন নিজের প্রতি, পরিবার, সমাজ, ধর্মপল্লী, মণ্ডলি, দেশ ও সৃষ্টি-কৃষ্টির প্রতি তাদের সেবা দায়িত্ব পালন করতে পারে সে বিষয়ে তাদেরকে বিশেষভাবে আলোকিত করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার: ফাদার প্রশান্ত থিওটোনিয়াস আইন্দ

Please follow and like us: