বিগত ৮ সেপ্টেম্বর ২০২২ খ্রি: রোজ বৃহস্পতিবার, সাধু আন্তনীর গির্জা মহিপাড়া ধর্মপল্লীতে বিভিন্ন গ্রামের মায়েদের নিয়ে অর্ধদিনব্যাপী মা-মারিয়ার জন্ম উৎসব পালন করা হয়।

এই অনুষ্ঠানে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত  ১৭০জন মা ও কয়েকজন ছেলে-মেয়ে উপস্থিত ছিল। ছোট প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার বাপ্পী এন. ক্রুশ ‘পরিবারের রাণী মারিয়া’ এ বিষয়ের উপর সহভাগিতা করেন। তিনি তার সহভাগিতায় মা মারিয়কে, পরিবারে রাণী ও মা হিসেবে  তাঁর গুরুত্ব ও ভুমিকা তুলে ধরেন। যিশু ক্রুশে থেকে মারিয়াকে আমাদের সকলের মা হিসেবে দিয়ে গেছেন যেন আমরা তাঁর সংস্পর্শে থাকি ও আমাদের প্রতিদিনকার জীবনে তাঁকে আমাদের সঙ্গে রাখি। প্রতিনিয়ত তাঁকে প্রার্থনায় স্মরণ করি। তিনি আমাদের সকল বিপদ-আপদ থেকে রক্ষা করবেন এবং পিতা ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য সকল অনুগ্রহ যাচ্না করবেন।

এরপর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশন ‘বিভিন্ন স্থানে মা-মারীয়ার দর্শন’ নিয়ে সহভাগিতা করেন। মা-মারীয়ার দর্শন দেবার মূল লক্ষ্যই হচ্ছে যেন মানব জাতি পাপ পথ থেকে ফিরায় ও সুন্দরভাবে জীবন-যাপন করে। অত:পর মায়েরা পাপস্বীকারের মধ্য দিয়ে পবিত্র হয়ে ও পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন এবং পর্বদিনের আশির্বাদ লাভ করেন। ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুব্রত পিউরীফিকেশন খ্রিস্টযাগ উৎসর্গ করেন। তিনি তার উপদেশে বলেন- মা মারীয়া হলেন আমাদের সকলের মা, তাই আমাদের এই মাকে যেন আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। মা-মারীয়া সর্বদা আমাদের লালন ও পালন করেন, যত্ন নেন।

পরিশেষে দুপুরের আহারের মধ্য দিয়ে মা-মারীয়ার জন্ম দিনের অনুষ্ঠান শেষ করা হয়।

বরেন্দ্রদূতের : নিজস্ব সংবাদদাতা

Please follow and like us: