রাজশাহী সিটি কর্পোরেশন ১৭ নম্বর ওয়ার্ড, বড়বনগ্রাম কুচপাড়ায় প্রতিষ্ঠিত হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী’র আয়োজনে অর্ধ দিবসব্যাপি “স্কুল ডে-২০২২ (হলি ক্রস ডে)” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিদ্যালয় পরিদর্শক, রাজশাহী জনাব মোঃ জিয়াউল হক, বাংলাদেশ হলি ক্রস ব্রাদারস্ সুপিরিওর ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি; বিশেষ অতিথি ব্রাদার ফ্রান্সিস গ্যারী বয়লান, সিএসসি; প্রধান বক্তা ব্রাদার রিপন জেমস গমেজ, সিএসসি; কারিতাস রাজশাহী’র আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম এবং অধ্যক্ষ ব্রাদার প্লাসিড রিবেরু, সিএসসি। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার অর্পণ ব্লেইজ পিউরিফিকেশন, সিএসসি; ব্রাদার চয়ন ভিক্টর কোড়াইয়া, সিএসসি; ব্রাদার শংকর আলবার্ট কস্তা, সিএসসি; ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মি. অসীম ক্রুশ এবং মিসেস মনিকা ক্রুশ।
অনুষ্ঠানের প্রথমেই ছিল প্রদীপ প্রজ্জ্বলন। কুরআন তেলওয়াত, বাইবেল এবং গীতা পাঠ। স্কুল ডে উপলক্ষে বিশেস দেওয়ালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ তথা রাজশাহীসহ পৃথিবীর ১৮টি দেশে হলি ক্রস স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যত পরিকল্পনা সবিস্তারে উপস্থাপন করেন।
প্রধান অতিথি নবনির্মিত স্কুল ভবন পরিদর্শন করেন। ছাত্রছাত্রী দ্বারা সাজানো শ্রেণিকক্ষগুলো পরিদর্শন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহীতে হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা আলো ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে প্রতিষ্ঠানের মটো: “Educating Hearts and Minds.” এর উপর বিশেষ নজর দেওয়ার জন্য প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। “স্কুল ডে-২০২২ (হলি ক্রস ডে)” উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানের শেষে কুইজ প্রতিযোগিতা ও শ্রেণিকক্ষ সাজানো এই দুই ক্যাটাগরিতে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার: হিলারিউস মুরমু