গত ১২ সেপ্টেম্বর, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে রাজশাহী ধর্মপ্রদেশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও এবং ধর্মপ্রদেশে কর্মরত ফাদারগণ। আরো উপস্থিত ছিলেন হলিক্রস বাদ্রারদ্বয় এবং বিশপ ভবনে ও খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে কর্মরত সিস্টারগণ।

দিনের কর্মসূচীতে ছিলো ফাদারদের জন্য নির্জনধ্যান। বিকাল ৫:৩০ মিনিটে পবিত্র ঘণ্টা এবং পবিত্র ঘণ্টার পর ধর্মপ্রদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান এবং সেই ধর্মপ্রদেশের ইতিহাস নিয়ে আলোচনা। উক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, ভিকার ফাদার ফাবিয়ান মারান্ডী, মন্সিনিয়র মার্শেলিউস তপ্ন্য, ফাদার মাইকেল কোড়াইয়া, ফাদার পল গমেজ পরিচালক পবিত্র আত্মা উচ্চ সেমিনারী, বনানী, ঢাকা, ফাদার দিলীপ এস. কস্তা, এবং রাজশাহী ধর্মপ্রদেশের মাতৃ ধর্মপ্রদেশ দিনাজপুর থেকে ফাদার মার্কুশ মুরমু।

রাজশাহী ধর্মপ্রদেশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশপ মহোদয় তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আজ আমাদের রাজশাহী ধর্মপ্রদেশের সকলের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজ থেকে ৩২ বছর আগে আমাদের ধর্মপ্রদেশ রাজশাহী তার পথ চলা শুরু করে আজকের এপর্য়ায়ে এসে উপনীত হয়েছে। ১৯৯০ খ্রিস্টাব্দে মাত্র ৮টি ধর্মপল্লী নিয়ে আমাদের ধর্মপ্রদেশের যাত্রা শুরু হয়ে ছিল। কিন্তু বর্তমানে আমাদের ধর্মফল্লীর সাংখ্যা ২৬টি এবং আমাদের ধর্মপ্রদেশের খ্রিস্টভক্তদের সংখা বর্তমানে প্রায় ৭০,০০০.০০ হাজারের মত। এ থেকে এটা স্পস্টই প্রতীয়মান হয় যে, ঈশ্বর আমাদের সঙ্গে যাত্রা করছেন। তিনিই আমাদের এ পর্যায়ে উপনীত করেছেন। আজকের দিনে আসুন আমরা, আমাদের মহান সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের ধর্মপ্রদেশে তাঁর অপরিসীম দয়া, অনুগ্রহ ও ভালবাসার জন্য। সেই সাথে স্মরণ সকল মিশনারী ফাদার, সিস্টার ও বিশ্বাসী ভক্তজনদের জীবনের জন্য; কেননা, তাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা এদূত অগ্রসর হতে পারি। তাই, বলতে চাই আসুন আমরা এক সাথে পথ চলি এবং মিলন, অংশগ্রহণ ও প্রেরণকাজে সকলে হয়ে উঠি সহযাত্রিক মণ্ডলি।’

সান্ধ্যভোজের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বরেন্দ্রদূত রিপোর্টার

 

Please follow and like us: