গত ১৫ই সেপ্টেম্বর মহাসমারহে পবিত্র পরিবারের ধর্মপল্লী, কলিমনগরে শোর্কান্বিতা মাতা মারীয়ার পর্ব পালন করা হয়। পর্ব উপলক্ষ্যে নয় দিন যাবৎ সকালের খ্রিস্টযাগ ও নভেনা প্রার্থনার মাধ্যমে ভক্তজনগনকে অধ্যাত্মিকভাবে প্রস্তুত করানো হয়। পর্বীয় খ্রিস্টযাগে পৌরহিত্য করেন পরম শ্রদ্ধেয় বিশপ জেভার্স রোজারিও, ডিডি, রাজশাহী ধর্মপ্রদেশ। তাঁর সর্হাপিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন পবিত্র পরিবারের পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা, সহকারী পাল-পুরোহিত মুন্সিনিয়ন তপ্ন, ফাদার আরতুরো পি.মে; ফাদার বিশ^নাথ মারান্ডী, ফাদার ডমিনিক হাঁসদা, পি.মে।
একই দিনে, সিস্টারস অব আওয়ার লেডি অব সরোস্ সংঘের ভগ্নীগণ তাদের সংঘের পর্ব পালন করেন। খ্রিস্টযাগে সময়ে তারা তাদের ব্রত নবায়ন করেন। উক্ত দিনে শ্রদ্ধেয় ফাদার হেনরী পালমা ও শ্রদ্ধেয় মন্সিনিয়র মার্শেল তপ্ন তাদের জন্মদিন পালন করেন। ফাদার হেনরী পালমার জন্মদিন ২৮ সেপ্টেম্বর ও মুন্সিনিয়ন মার্শেল তপ্ন ১১ সেপ্টেম্বর। খ্রিস্টযাগের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফাদারদের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। জন্মদিন উপলক্ষ্যে ফাদারগণ দুটি কেক ও সিস্টারগণ পর্ব উপলক্ষ্যে একটি কেক কাটেন। অনুষ্ঠানের পর ভক্তজনগণের মাঝে জন্মদিন ও পর্বদিনের কেক বিতরণ করা হয়। তাছাড়াও এই দুটি উপলক্ষ্যকে সামনে রেখে পবিত্র পরিবারের ধর্মপল্লীর ফাদারদের ও সিস্টারদের পক্ষ থেকে সেন্ট লুইস পাড়ার ও ভুগরইল গ্রামের প্রতিটি পরিবারে একটি করে কেক বিতরণ করা হয়।
এই দিনটি প্রশান্তি ও খুশিতে উৎসব মুখর ছিল এবং সবাই প্রাণে আনন্দ নিয়ে যে যার গৃহে প্রত্যাবর্তন করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : জ্যোতি মুরমু