গত ১৮ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ মথুরাপুর ধর্মপল্লীতে প্রথমবারের মত ৪৪ জন ছেলে-মেয়েকে পবিত্র খ্রিস্টপ্রসাদ প্রদান করা হয়। তাদের মধ্যে  মেয়েদের সংখ্যা ছিল ১৭ এবং ছেলেদের সংখ্যা ছিল ২৭ জন। এই উপলক্ষ্যে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী এবং তাকে সহযোগিতা করেন শ্রদ্ধেয় ফাদার স্বপন পিউরীফিকেশন ও লিপন রোজারিও।

প্রথমবারের মত খ্রিস্টকে গ্রহণ করার জন্য শিশুরা বেশ প্রতীক্ষায় ছিল এবং যখন সময় হল তখন তারা অধীর আগ্রহ ও আনন্দ মনে পবিত্রতার সঙ্গে খ্রিস্টকে গ্রহণ করে। উল্লেখ্য যে, শিশুদের সঙ্গে সঙ্গে তাদের বাবা-মাগণও প্রস্তুতি স্বরূপ খ্রিস্টপ্রসাদ বিতরনের পূর্বদিন পাপস্বীকার করেন, যেন তাদের সন্তানগণ এক পবিত্র অন্তরে খ্রিস্টকে গ্রহণ করতে পারে। প্রথম বারের মত শিশুদের খ্রিস্টপ্রসাদ প্রদানের পর তাদের নিয়ে দলীয় ছবি তোলা হয়ে এবং টিফিন বিতরনের পর বিদায় দেওয়া হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন

Please follow and like us: