“শিশু শিক্ষার সিনোডাল মণ্ডলি: খ্রিস্টীয় পরিবার হয়ে উঠা” এই মূলসুরের আলোকে গত ২৪ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লী, বনপাড়াতে অতি আনন্দের সাথে পবিত্র শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে মোট ২০০ জন ছেলেমেয়ে এবং ২৪ জন এনিমেটর উপস্থিত ছিল। সকাল ৯ ঘটিকায়, পুরাতন গির্জার সামনে থেকে শোভাযাত্রা সহযোগে শিশুরা গির্জায় প্রবেশ করে। খ্রিস্টযাগে বাইবেল পাঠ, গান, সেবক, উদ্দেশ্য প্রার্থনা সবকিছুই শিশুরাই করে। পবিত্র শিশুমঙ্গল দিবসে শিশুদের উদ্দেশ্য মিসা উৎর্সগ করেন শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। শুরুতেই ফাদার তার উপদেশবাণীতে, শিশুদের মনোযোগ আকর্ষণ করার জন্য বাইবেলের আলোকে কিছু প্রশ্ন করেন এবং শিশুরাও অতি আনন্দের সাথে উত্তর দেয়। এরপর ফাদার বলেন, আমরা শিশুরাই শিশুদের সাহায্য করতে পারি। তিনি শিশুদের উৎসাহ দেন যাতে তারা নিয়মিত গির্জায় আসে, মা-বাবার কথা শুনে, পড়াশোনায় মনোযোগী হয় এবং ভাল মানুষ হয়ে গড়ে উঠে। এছাড়াও ফাদার তার উপদেশে সাধ্বী পলিন জ্যারিকট এর জীবনী সহভাগিতা করেন এবং তার জীবনের পরিবর্তন ও দরিদ্র জীবন বেছে নেওয়ার কথা সহভাগিতা করে শিশুদের উৎসাহ দান করে। শিশুদের প্রতি আরো যত্নশীল হতে সকলের প্রতি আহ্বান জানান। খ্রিস্টযাগের পরে শিশুরা পুরাতন গির্জার সামনে থেকে পবিত্র শিশুমঙ্গল দিবসের ব্যানার নিয়ে শোভাযাত্রা সহকারে ও স্লোগান দিতে দিতে ধর্মপল্লীর অডিট ভবনে প্রবেশ করে। সেখানে শিশুরা পবিত্র বাইবেলের ঘটনার উপর গ্রাম ভিত্তিক নাটিকা প্রতিযোগিতায় ও শ্রেণী ভিত্তিক বাইবেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়। শেষে শিশুদের অংশগ্রহণ সংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং ফাদার সকলকে সব আয়োজন ও সাহায্যের জন্য ধন্যবাদ প্রদান করেন। এরপর দুপুরের আহারের মধ্যদিয়ে পবিত্র শিশুমঙ্গল দিবসের সমাপ্তি হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন

Please follow and like us: