গত ৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার লূর্দের রাণী মারীয়া ধর্মপল্লীতে সেবকদের নিয়ে “সেবক সেমিনার ও আনন্দ ভ্রমন” অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ মিনিটে ধর্মপল্লীর ১৭জন সেবকদের নিয়ে ধর্মপল্লীর পুরাতন গির্জা ঘরে সেবকের দায়িত্ব, উপাসানা দ্রব্যাদির পরিচয়, খ্রিস্টযাগের সময় সেবকদের আচার-আচরণ বিষয়ে প্র্যাকটিক্যাল ক্লাস শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজ। তিনি অত্যন্ত সুন্দর, সহজ ও সাবলীল ভাষায় সেবকদের ক্লাস দেন। ক্লাস শেষে শ্রদ্ধেয় ফাদার পিউস গমেজের পৌরোহিত্যে ভক্তিসহকারে সেবকদের নিয়ে খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টাযাগে শ্রদ্ধেয় ফাদার তার উপদেশ বাণীতে বলেন, সাধু জেরোমের মত আমাদের খ্রিস্ট যিশুর প্রতি ভালবাসা থাকতে হবে এবং তার মত হয়ে উঠতে হবে। তিনি সেবকদের দুষ্টমি না করতে ও ভাল মানুষ হবার জন্য আহ্বান করেন। খ্রিস্টযাগের পরে দুপুরের আহার গ্রহণ করে সকলে মিলে এক সাথে আনন্দ ভ্রমণে বের হয়। গন্তব্য ছিল চলনবিল বিলসা ও কুন্দইল। নৌকাভ্রমনের মধ্য দিয়ে ছেলেরা প্রকৃতির সৌন্দর্য্য ও গ্রাম্য জীবন উপলদ্ধি করতে পারে। পরিশেষে সন্ধ্যা ৬.৩০ মিনিটে গন্তব্যে পৌঁছে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সকলে বাড়ি ফিরে যায়।
বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন