গত ২ অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দ মথুরাপুর ধর্মপল্লীর উদ্যোগে “সিনোডাল মণ্ডলিতে শিশুরা: মিলন, অংশগ্রহণ ও প্রেরণদায়িত্ব”–মূলসুরের উপর ভিত্তি করে শিশুমঙ্গল দিবস উদযাপন করা হয় । এতে ধর্মপল্লীর ভিন্ন গ্রাম হতে শিশুমঙ্গল এনিমেটরসহ ১৫৫ জন শিশু অংশগ্রহণ করেন।
প্রোগ্রাম শুরু হয় শ্লোগানসহ শোভাযাত্রা সহযোগে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে। পবিত্র খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শিশির নাতালে গ্রেগরী সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী পালক ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন ও রাজশাহী ধর্মপ্রদেশীয় পিএমএস-এর পরিচালক ফাদার পিউস নিকো গমেজ। প্রধান পৌরহিত্যকারী ফাদার সহভাগিতায় বলেন, আমাদের সবাইকে সৎ ও বিশ্বস্ত হতে হবে এবং সহজ-সরল হৃদয়ের অধিকারী হতে হবে। মূলভাবের উপর সহভাগিতায় ফাদার পিউস বলেন, আমাদের হতে হবে নম্র ও শিশু যিশুর ন্যায়। খ্রিস্টমণ্ডলিতে শিশুদের দায়িত্ব হলো ছোট ছোট হাত দিয়ে মিলিতভাবে বড় সেবাকাজ সমাধা করা এবং ব্রতীয় জীবনে প্রবেশ করে খ্রিস্টমণ্ডলিতে সেবা করা।
এছাড়াও সহভাগিতা করেন শিশুমঙ্গল এনিমেটর ফিলোমিনা পালমা (লে সিস্টার), ধর্মপল্লীর শিশুমঙ্গল সংঘের পরিচালিকা সিস্টার মেরী অর্চণা, এসএমআরএ এবং ফাদার স্বপন পিউরীফিকেশন। এরপর শ্রেণিভিক্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও দুপুরের আহারের মধ্য দিয়ে দিবসটি ভাবগাম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন