জন-জীবনের কথা

ফাদার সাগর কোড়াইয়া

ভাঙ্গনের খেলা তবে পাগলের প্রলাপ বলে
হয়ে যাবে নিরুদ্দেশ আন্দামানের গহীন অরণ্যে!
নাকি সুন্দরবন ঝাঁপিয়ে দিক্বিদিক কাঁপিয়ে
স্বমহিমায় হিংস্র দাঁতাল শুকরের মতো
বরেন্দ্রের পাতালপুরীতে রয়ে যাবে যুগ যুগ জিয়ো হয়ে!

খবর আসে ঈশ্বরের ঘর তছনছ হয়েছে
ঈশ্বরকে ভালবাসার অপরাধে;
সাম্প্রদায়িকতার আস্তাবলে
জন্ম হয়েছে দাপানো কৃষ্ণবর্ণ ঘোড়া
যারা গোগ্রাসে গিলে ফেলতে চায়
ঈশ্বরের ঘরকে প্যাটিস, বার্গারের মতো।

জয় থেকে রাজ এ যেন রাজারই জয়
একই হিংস্রতার বহ্নিপ্রকাশ
লেলিয়ে দিয়ে দূরে বসে আমাবশ্যার
হাসি হাসে; শয়তানের লাঠি আকাশ বাতাস
চৌচির করে ফেলে মূহুর্তে।
তবু শেষে শুনি
কার উদয়ের বাণী; এ যেন প্রকাশিত না হয়
অন্তর্জালে আর কোন কালে!

আবার কবে লোক দেখানো সুরমা চোখে আইনের
বলয় ফাঁকে বেরিয়ে আসবে
অসুস্থ মনোবিকারগ্রস্থ পরজীবি কীট
ক্ষুধার্ত ঘোড়ার মতো কবে কোথায় খাবে
ঈশ্বরের সাজানো ফুলের বাগান নির্ভয় নির্লিপ্ত চোখে!

Please follow and like us: