অক্টোবর মাস পবিত্র জপমালা রাণীর মাস। পুরো একটি মাস আমরা ধ্যান-প্রার্থনার মধ্য দিয়ে মা-মারীয়ার বিশেষ আর্শীবাদ-অনুগ্রহ লাভ করেছি।
গত ৩১শে অক্টোবর রোজ সোমবার জপমালা রাণীর মাসের শেষ দিনে বনপাড়া লূর্দের রাণী মারীয়ার ধর্মপল্লীতে ধন্যবাদের খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। ঐ দিন বিকাল ৫ ঘটিকায় বনপাড়া ধর্মপল্লীর মা-মারীয়ার গ্রটোর সামনে রোজারিমালা প্রার্থনার মধ্যে দিয়ে প্রার্থনা অনুষ্ঠান শুরু করা হয়। রোজারিমালা প্রার্থনা শেষে খ্রিস্টযাগ উৎসর্গ করেন শ্রদ্ধেয় ফাদার শংকর ডমিনিক গমেজ।
খ্রিস্টযাগের উপদেশ বাণীতে তিনি বলেন,“ আমরা অনেক সময় নিজেদের বাড়িতে রোজারিমালা রাখি, কিন্তু তার সঠিক ব্যবহার করি না। আমাদের উচিত প্রতিদিন সন্ধ্যাবেলা জপমালা প্রার্থনা করা, কারণ সাধু প্যাট্টিক পেইনটন বলেছেন, যে পরিবার একত্রে প্রার্থনা করে সে পরিবার একসাথে বসবাস করে। যাজকগণ সর্বদাই অপরের জন্য প্রার্থনা করেন এবং অন্যের মঙ্গল কামনা করেন”।
খ্রিস্টযাগ শেষে সকলে মা-মারীয়ার আর্শীবাদ গ্রহণ করে নিজ নিজ পরিবারে ফিরে যান।
বরেন্দ্রদূত রিপোর্টার : হৃদয় পিউরীফিকেশন