গত ৩-৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, “ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ গড়ি, এক সাথে পথ চলি’ এই মূল বিষয়ের উপর ভিত্তি করে রাজশাহী ধর্মপ্রদেশের, খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে, রাজশাহী ধর্মপ্রদেশীয় সিসিপি ডেক্স এর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী ধর্মপ্রদেশের অধিকাংশ ধর্মপল্লী থেকে মোট ৫৫ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে কর্মশালার উপলক্ষ্যে বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করেন, রাজশাহী ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও। সন্ধ্যা ৮:৩০ মিনিটে সকল অংশগ্রহণকারীগণ হল ঘরে সমবেত আসন গ্রহণের পর, প্রথমে উদ্বোধন প্রার্থনা, বাইবেল পাঠ এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করার মধ্য দিয়ে কর্মশালার যাত্রা শুরু হয়। অত:পর নাচ, গান ও ফুল দিয়ে সকল অংশগ্রহণকারীদেরকে বরণ করে নেওয়া হয়। সেমিনারের শুরুতেই, এর লক্ষ্য ও উদ্দেশ্য কী তা ব্যক্ত করে স্বাগত বক্তব্য রাখেন ফাদার শিশির গ্রেগরী, আহ্বায়ক, ধর্মপ্রশেীয় সিসিপি ডেস্ক। চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, তার স্বাগত বক্তব্যে বলেন যে, ‘অংশগ্রহণকারীগণ, আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে এ শিক্ষা সেমিনারকে সার্থক করে তুলবেন এটাই আমাদের প্রত্যাশা ।’

এ ছাড়াও তিন দিনের এ প্রশিক্ষণে আরো বেশ কয়েকজন ফাদার প্রশিক্ষণ দেন। তাদের মধ্যে মূলভাব: ক্ষুদ্র খ্রিস্টীয় সমাজ গড়ি, এক সাথে পথ চলি এ বিষয়ের উপর ক্লাশ দেন ফাদার দিলীপ এস কস্তা, ফাদার পল গমেজ শিক্ষা দেন, ‘ক্ষুদ্র খ্রীষ্টিয় সমাজ কি এবং এর বৈশিষ্ট্যসমূহ এবং গঠন প্রক্রিয়া সম্বন্ধে’, সপ্তধাপ প্রার্থনা সম্পর্কে সহভাগিতা করেন ফাদার সুব্রত কস্তা, ফাদার শিশির গ্রেগরী শিক্ষা দেন ক্ষুদ্র খ্রীষ্টিয় সমাজে নেতৃত্ব বিষয়ে এবং ফাদার বাবলু কোড়াইয়া সহভাগিতা করেন খ্রিস্টের প্রেরণকার্য্যে অংশগ্রহণ সম্পর্কে।

সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন রাজশাহী ধর্মপ্রদেশে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন এবং উৎসাহিত করেন এই বলে যে, ‘ এ সেমিনার থেকে তোমরা যা কিছু শিখেছ, তা নিজ নিজ ধর্মপল্লীতে ফিরে গিয়ে তোমাদের পাল-পুরোহিতদের সাথে এক হয়ে তা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। পরিশেষে এ প্রশিক্ষণে যারা বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করেন।

– বরেন্দ্রদূত রিপোর্টার

 

Please follow and like us: