গত ২৮ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশের উপাসনা কমিটির আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে চারদিন ব্যাপি অনুষ্ঠিত হলো পাহাড়ীয়া গানের প্রশিক্ষণ কোর্স। এতে বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৩৬ জন পাহাড়ীয়া যুবক-যুবতীরা অংশগ্রহন করেন। মি. পাস্কাল মাস্টার ও মিসেস শিলা বিশ্বাসের তত্বাবধানে এই পাহাড়ীয়া গানের প্রশিক্ষণ র্কোসটি পরিচালনা করা হয়। পাহাড়ীয়া যুবক-যুবতীরা নিজেদের ভাষায় গান করতে পেরে অনেক আনন্দ প্রকাশ করেন। ধর্মপ্রদেশ থেকে এই ধরনের উদ্যোগের জন্য অংশগ্রহনকারীগন বিশপ মহোদয়কে এবং উপাসনা কমিটির সেক্রেটারি ফাদার কর্নেলিউস মুর্মুকে অনেক ধন্যবাদ জানান। তাদের আশা ভবিষতেও যেন এই ধরণের প্রোগ্রামের আয়োজন করা হয়।
Please follow and like us: