রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও’র অনুপস্থিতিতে চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও মধ্য ভিাকারিয়ার সভায় উপস্থিত প্রত্যেককে পোপ ফ্রান্সিসের আহ্বানে মণ্ডলিতে একত্রে পথ চলতে ও সিনোডাল/একত্রে পথ চলার (Synodal) মণ্ডলি হয়ে ওঠার আহ্বান জানান।
রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে গত ৯ ডিসেম্বর শুক্রবার মধ্য ভিকারিয়ার প্রত্যেকটি ধর্মপল্লী থেকে ফাদার, সিস্টার, ব্রাদার ও নির্দিষ্ট সংখ্যক খ্রিস্টভক্তের অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী মধ্য ভিকারিয়ার বাৎসরিক দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাজশাহী ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও, মধ্য ভিকারিয়ার আহ্বায়ক ফাদার সুব্রত পিউরীফিকেশন এবং ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার উইলিয়াম মুর্মু উপস্থিত ছিলেন। মণ্ডলিতে বর্তমান আলোচ্য বিষয় সিনোডালিটির ওপর ভিত্তি করে ধর্মপল্লীতে কিভাবে ভক্তজনগণ পুরোহিতদের সাথে একত্রে পথ চলছেন তা ধর্মপল্লীভিত্তিক আলোচনা করা হয়। প্রত্যেক ধর্মপল্লীর আলোচনায় ধর্মপল্লীর সামগ্রিক উন্নয়নে ভক্তজনগণের অর্থনৈতিক, বুদ্ধিগত ও কায়িক সহযোগিতার কথা ওঠে আসে।
রাজশাহী ধর্মপ্রদেশের পালকীয় পরিষদের নীতিমালা অনুসারে ফাদার বার্ণার্ড টুডু পালকীয় পরিষদ বিষয়ে সংক্ষিপ্তাকারে আলোচনা করেন। তিনি বলেন, পালকীয় পরিষদ হচ্ছে ধর্মপল্লীতে পুরোহিতদের সহযোগিতা প্রদানের একটি সংগঠন। এরই আলোকে চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও মণ্ডলি যে Hierarchy পদ্ধতির আলোকে পরিচালিত হয় তা উল্লেখ করে বলেন, ধর্মপল্লীতে পাল-পুরোহিত Hierarchy পদ্ধতির মধ্য দিয়ে দায়িত্ব পান। পাল-পুরোহিত পালকীয় পরিষদের সদস্য-সদস্যাকে যোগ্যতার মানদণ্ডে পালকীয় পরিষদে একেক দায়িত্ব প্রদান করেন।
সভায় রাজশাহী ধর্মপ্রদেশের অন্যান্য দুটি ভিকারিয়ার পালকীয় সেবার ফির সাথে সামঞ্জস্য রেখে উত্তর ভিকারিয়ার পালকীয় সেবার ফি নির্ধারণ করে জানিয়ে দেওয়া হয়। বর্তমানে মিশ্র বিবাহের চিত্র যে চোখে পড়ার মতো এবং মাতামণ্ডলি মিশ্রবিবাহ সমর্থন করে না তবে দুটি জীবনের কথা চিন্তা করে মণ্ডলি মিশ্রবিবাহে অনুমতি দেন বলে সভায় ফাদার প্রেমু রোজারিও উল্লেখ করেন।
মধ্য ভিকারিয়ার সভায় উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে মণ্ডলিতে একত্রে পথচলার বিষয়টি জোরালোভাবে ওঠে আসে। পিছিয়ে থাকার সময় আর নেই; স্ব-স্ব অবস্থানে থেকে মণ্ডলির কাজে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় সবার মধ্যে প্রকাশিত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার সাগর কোড়াইয়া