গত ০৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, বোর্নী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত দক্ষিণ ভিকারিয়াস্থ প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। বাইবেল পাঠ, উদ্বোধনী প্রার্থনা ও খ্রিস্টীয় সঙ্গীতের মাধ্যমে সভার আরম্ভ হয়। আসন গ্রহণ করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা, বোর্নী ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি’ কস্তা, সেন্ট যোসেফ’স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রদ্ধেয় ড. ফাদার শংকর ডমিনিক গমেজ, সেন্ট লুইস হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায়, মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী ও কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা মি. অসীম ক্রুশ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেন্ট যোসেফ’স প্রাথমিক বিদ্যালয়, বনপাড়ার সহকারী শিক্ষক মিসেস শিল্পী ক্রুশ। এছাড়াও দক্ষিণ ভিকারিয়াস্থ সকল প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ সভায় অংশগ্রহণ করেন। সভার শুরুতে স্বাগতিক বক্তব্য প্রদান করেন সেন্ট লুইস হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায় ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা।
সভায় ৯টি এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় যে ১ম ও ২য় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র সকল স্কুলে এক হবে এবং অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র স্ব-স্ব স্কুল প্রস্তুত করবে। এছাড়াও ৩য় থেকে ৫ম শ্রেণির প্রশ্নপত্র সকল স্কুলে এক হবে। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১ম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করবে সেন্ট লুইস প্রাথমিক বিদ্যালয়, বোর্নী; ২য় সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করবে সেন্ট যোসেফ’স প্রাথমিক বিদ্যালয়, বনপাড়া এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রস্তুত করবে সেন্ট রীটা’স প্রাথমিক বিদ্যালয়, মথুরাপুর।
এছাড়াও ২০২৩ শিক্ষাবর্ষের সিলেবাস ও ছুটির তালিকা প্রস্তুত করবে সেন্ট যোসেফ’স প্রাথমিক বিদ্যালয়, বনপাড়া ও তা ৩১ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দের মধ্যে সকল স্কুলে প্রেরণ করবে। এছাড়াও সিদ্ধান্ত গৃহীত হয় যে ২০২৩ শিক্ষাবর্ষের পাঠদান কার্যক্রম ০২ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ থেকে শুরু হবে। দক্ষিণ ভিকারিয়াস্থ প্রাথমিক বিদ্যালয়সমূহের পরবর্তী বার্ষিক সভা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সেন্ট যোসেফ’স প্রাথমিক বিদ্যালয়, বনপাড়াতে অনুষ্ঠিত হবে। সভার শেষ পর্যায়ে বক্তব্য রাখেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা মি. অসীম ক্রুশ, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা সহায়ক হীরক গমেজ ও বোর্নী ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুশান্ত ডি’ কস্তা। অতঃপর রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারি শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা’র সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্ট : হীরক গমেজ
রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশন