যিশু নিজেও শিশু ছিলেন। আর জন্মের পর যিশুরও জীবনের নিরাপত্তা হুমকীর মুখে ছিল। বর্তমানে শিশুরাও আমাদের চারপাশের জলবায়ু আমাদেরই কারণে একই নিরাপত্তাহীনতায় ভুগে বলে আন্ধারকোঠা ধর্মপল্লীর প্রাক্ বড়দিন উৎসবে অভিমত ব্যক্ত করেন সাধু পিতর সেমিনারীর পরিচালক ফাদার সুব্রত কস্তা।
আন্ধারকোঠা ধর্মপল্লীর ৭৫ জন যুবক-যুবতীর অংশগ্রহণে ১৭ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে প্রাক্ বড়দিন উৎসব অনুষ্ঠিত হয়। রেজিষ্ট্রেশন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দিনব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেন পাল-পুরোহিত ফাদার প্রেমু রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশমনের আহ্বায়ক ফাদার সাগর কোড়াইয়া। রাজশাহী ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে পবা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং আন্ধারকোঠা ধর্মপল্লীর বিসিএসএম ও ওয়াইসিএস-এর যুবক-যুবতীদের সাহায্যে উক্ত প্রাক্ বড়দিন উৎসব আয়োজন করা হয়। ফাদার সুব্রত কস্তা বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যিশুর জন্ম: প্রসঙ্গ জলবায়ু পরিবর্তন ও শিশু নিরাপত্তা’র ওপর যুবক-যুবতীদের শিক্ষা দান করেন। বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতিস্বরূপ আয়োজন করা হয় পাপস্বীকার সংস্কার এবং খ্রিস্টযাগ। এছাড়াও লটারী পদ্ধতির মধ্য দিয়ে যুবক-যুবতীদের মধ্যে তুলে দেওয়া হয় বড়দিনের উপহার। বিকালে যুবক-যুবতীদের অংশগ্রহণে নানাবিধ খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মণ্ডলির কার্যে যুবক-যুবতীদের অংশগ্রহণ, মিলন ও প্রেরণা এবং সুন্দর জীবনের অঙ্গীকার নিয়ে প্রাক্ বড়দিন উৎসবের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : রিজেন্ট সনি সামুয়েল গমেজ