গত ১৬ ডিসেম্বর ২০২২ খ্রি: শুক্রবার সাধু আন্তনীর গির্জা মহিপাড়া ধর্মপল্লীতে বিভিন্ন গ্রামের যুবক-যুবতীদের নিয়ে অর্ধদিনব্যাপী আগমনকালীন প্রস্তুতি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের মুলসূর ছিল “প্রভুর আগমনের প্রত্যাশায় তোমরা প্রদীপ জ্বালিয়ে রাখ”। সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত প্রায় ৬৬ জন যুবক-যুবতী উপস্থিত ছিল। ছোট প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত পিউরীফিকেশন পোপের পত্র ‘সিনোড’ এর উপর সহভাগিতা করেন। তিনি যুব সমাজকে মণ্ডলির ও সমাজের সর্বক্ষেত্রে এক হয়ে কাজ করতে অনুপ্রেরণা দান করেন; যেন মণ্ডলি ও সমাজ সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে। এরপর ধর্মপল্লীর সহকারী পুরোহিত ফাদার বাপ্পী এন. ক্রুশ দিনের মুলসূর ও যুবসমাজের নৈতিকতার উপর সহভাগিতা করেন। তিনি তার সহভাগিতায় সকলকে মন পরিবর্তন করে পাপের পথ থেকে ফিরে আসতে ও সুন্দরভাবে জীবন-যাপন করতে বলেন। সেই সাথে নিজেদের জীবনকে সঠিক পথে গড়ে তুলতে, ভুল পথে না হেঁটে সঠিক পথ বেছে নিতে দিক-নিদের্শনা দেন। অতঃপর যুবক-যুবতীদের জন্য পাপস্বীকারের ব্যবস্থা থাকায় তারা পাপস্বীকারের মধ্য দিয়ে পবিত্র হয়ে উঠে। পরিশেষে দুপুরের আহার ও বড়দিনের নভেনা প্রার্থনার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠান শেষ করা হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাপ্পী ক্রুশ

Please follow and like us: