গত ১২-১৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, মথুরাপুর ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট রিটা’স হাই স্কুল সভাকক্ষে কারিতাস রাজশাহী অঞ্চলের এফওয়াইটিপি প্রোগ্রামের আয়োজনে মাধ্যমিক শাখার ২৬ জন শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে নৈতিক মূল্যবোধ শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শিশির নাতালে গ্রেগরী, সেন্ট লুইস হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায় ও কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মি. দিপক এক্কা। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা বিষয়ে মূল প্রশিক্ষক ছিলেন সেন্ট লুইস হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায়। এছাড়াও কারিতাস পরিচিতি নিয়ে সেশন পরিচালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মি. দিপক এক্কা এবং বিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষা বিষয়ে সেশন পরিচালনা করেন সেন্ট যোসেফ’স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মি. বেনেডিক্ট গমেজ।
৩ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ও রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট লুইস হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় ফাদার যোহন মিন্টু রায় ও প্রশিক্ষণ সমন্বয়কারী কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তা মি. অসীম ক্রুশ। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মথুরাপুর ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার স্বপন পিউরিফিকেশন। অতিথিবৃন্দের সমাপনী বক্তব্য ও অংশগ্রহণকারীদের অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : হীরক গমেজ