রাজশাহী ধর্মপ্রদেশের ফৈলজানা ধর্মপল্লীর অন্তর্গত পাবনা সদরে অবস্থিত ফাতেমা রাণীর কাথলিক গির্জায় গত ১৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার, মহা-আরম্বরে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। ঐদিন বিকেল তিনটায় ফাতেমা রাণীর গির্জায় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো লেনার্ড রোজারিও, সিএসসি। খ্রিস্টযাগের উপদেশে শ্রদ্ধেয় ফাদার বলেন, আমাদেরকে আনন্দ ও শান্তি দিতেই মুক্তিদাতা প্রভু যিশু খ্রিস্ট এই জগতে আবির্ভূত হয়েছিলেন। তাই বড়দিন হল আনন্দ ও শান্তির দিন। আমরাও যেন আজ হৃদয়-মনে আনন্দ ও শান্তি নিয়ে একে অন্যের সঙ্গে মিলেমিশে জীবন যাপন করি। তাহলেই আনন্দ ও শান্তিতে ভরে উঠবে আমাদের এই বসবাসের পৃথিবীটা। বলা বাহুল্য, পাবনা সদরের হেমায়েতপুরে অবস্থিত ফাতেমা রাণীর গির্জাটি ২০১৮ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর উদ্বোধন করা হয়। এখানে কয়েকটি স্থানীয় পরিবার এবং অধিকাংশই চাকুরীজীবি খ্রিস্টভক্তের দীর্ঘদিনের বসবাস। পবিত্র খ্রিস্টযাগের পরপরই ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি। খ্রিস্টভক্তদের পক্ষ থেকে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন ফাতেমা রাণীর গির্জা কমিটির সহ-সভাপতি মি. সুবল রোজারিও। এরপর বড়দিনকে কেন্দ্র করে সম্মিলিত কেক কাটা ও জমজমাট কীর্তন অনুষ্ঠিত হয়। উক্ত প্রাক-বড়দিন উৎসবে ফৈলজানা ধর্মপল্লীর পাল-পুরোহিত, দুইজন সিস্টার, একজন সেমিনারীয়ান ও প্রায় ৬০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : নয়ন যোসেফ গমেজ, সিএসসি