গত ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দে রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজশাহীর স্থানীয় ও জাতীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া প্রতিনিধিদের নিয়ে প্রাক্-বড়দিন উৎসব উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি কমিউনিকেশন এর পরিচালক শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া, রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা, শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুরমু, শ্রদ্ধেয় ফাদার বিশ্বনাথ মারান্ডী, শ্রদ্ধেয় ফাদার সাগর কোড়াইয়া, শ্রদ্ধেয়া সিস্টার বীনা রোজারিও ও কারিতাস রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা মি. দিপক এক্কা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশীপ ও চাইল্ড প্রোটেকশন অফিসার মি. ডেভিড বাস্কে ও হলিক্রস স্কুল এ্যান্ড কলেজ-এর শিক্ষক মি. সুমন গ্রেগরী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন রেডিও জ্যোতির পরিচালক শ্রদ্ধেয় ফাদার সুনীল ডানিয়েল রোজারিও।
অনুষ্ঠানের শুরুতেই সকলের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জ্যোতি কমিউনিকেশন পরিচালক শ্রদ্ধেয় ফাদার বাবলু কোড়াইয়া। তিনি তার বক্তব্যে বড়দিন উৎসব পালনের গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন যিশু খ্রিস্ট সাম্যের বারতা নিয়ে এ পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন ধনী-গরীব সকলের জন্য।
অতঃপর বড়দিনের তাৎপর্য, বড়দিনের ইতিহাস ও বড়দিনের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে বক্তব্য প্রদান করেন রাজশাহী ধর্মপ্রদেশীয় শিক্ষা কমিশনের সেক্রেটারী ও বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা। তিনি যিশু খ্রিস্টের জন্মের ইতিহাস সকলের সামনে আলোকপাত করেন।
অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে বড়দিনের তাৎপর্য কী! এ বিষয়ে বক্তব্য প্রদান করেন ডেইলী স্টার পত্রিকার সিনিয়র স্টাফ মো: আনোয়ার আলী হিমু।
এরপর সমাপনী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সভাপতি রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, যিশু খ্রিস্ট এ পৃথিবীতে এসেছিলেন ঐক্যের উদাহরণ হয়ে। যিশু খ্রিস্টের জন্মের মাধ্যমেই সকলের পাপ মোচনের যাত্রা শুরু হয়েছিল। এজন্যই যিশু খ্রিস্টের জন্মোৎসব খ্রিস্টানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান।
সভাপতির বক্তব্যের পর আমন্ত্রিত সকল অতিথিবৃন্দদের নিয়ে কেক কাটা ও বড়দিনের শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে প্রাক্-বড়দিন অনুষ্ঠানের সমাপনী ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : হীরক গমেজ