গত ২৩ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্ম প্রদেশের সুরশুনিপাড়া ধর্মপল্লীতে নতুন পালকীয় পরিষদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই দিন সকাল ১০:৩০ টায় পবিত্র খ্রিস্টযাগে রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জের্ভাস রোজারিও পালকীয় পরিষদের নতুন সদস্য-সদস্যাদের শপথ বাক্য পাঠ করান।
বিশপ মহোদয় নব গঠিত পালকীয় পরিষদের সদস্য-সদস্যাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং খ্রিস্টীয় সেবা ও আদর্শ অনুকরণ করে মিশন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। পালকীয় পরিষদের সদস্যগণ স্ব- স্ব দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান বিভিন্ন গ্রামের গ্রাম প্রধান, গির্জা মাস্টার এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। পালকীয় পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন পদাধিকার বলে পাল পুরোহিত প্রদীপ জে কস্তা, সহসভাপতি মি: সিষ্টি টুডু এবং সাধারণ সম্পাদক মি: বেনজামিন টুডু। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন মি: বেনেডিক্ট মুরমু ও মি: নিকোলাস মুরমু।
বরেন্দ্রদূত রিপোর্টার