গত ৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার মহিপাড়া ধর্মপল্লীতে প্রয়াত পোপ বেনেডিক্ট-এর স্মরণে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর সহকারী-পুরোহিত বাপ্পী এন. ক্রুশ এবং ফাদার সুব্রত পিউরীফিকেশ। এই পবিত্র খ্রিস্টযাগে ধর্মপল্লীর আশে-পাশের কিছু খ্রিস্টভক্ত উপস্থিত থেকে পোপের ছবির পাশে মোমবাতি ও আগরবাতি প্রজ্জলনের মাধ্যমে পোপের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। সেইসঙ্গে নীরব প্রার্থনার মধ্য দিয়ে পূণ্যপিতার অনন্ত শান্তি কামনা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফা: বাপ্পী এন.ক্রুশ
Please follow and like us: