পোপ ষোড়শ বেনেডিক্ট ২০১৩ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি পোপীয় দায়িত্ব থেকে অবসর নেওয়ার পর নিভৃতেই ছিলেন বলা চলে। ৩১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দে ৯৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ২০২৩ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি পোপ ষোড়শ বেনেডিক্টের অন্ত্যেষ্টিক্রিয়া খ্রিস্টযাগের পর মরদেহ কবরস্থ করা হয় ভাটিকানের সাধু পিতরের ব্যাসিলিকায়। উক্ত দিনে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া স্মরণে রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে সন্ধ্যা ছয় ঘটিকায় খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
খ্রিস্টযাগের পূর্বে পোপ ষোড়শ বেনেডিক্টের স্মরণে তাঁর জীবনী ও মৃত্যুর পরের আনুষ্ঠানিকতার ভিডিও প্রদর্শন করা হয়। স্মারণিক খ্রিস্টযাগে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টভক্ত ও শিশুরা অংশগ্রহণ করে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সাগর কোড়াইয়া। খ্রিস্টযাগের উপদেশে তিনি বলেন, পোপ ষোড়শ বেনেডিক্ট এমন এক সময়ে পোপীয় দায়িত্ব গ্রহণ করেছিলেন যখন পৃথিবী অত্যাধুনিক যুগে প্রবেশ করেছে। তিনি ছিলেন মণ্ডলির এক অনন্য সম্পদ। মণ্ডলির ধর্মতাত্ত্বিক সমৃদ্ধির ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। পোপ ষোড়শ বেনেডিক্টের সত্য প্রকাশ ও নিজের অযোগ্যতা নম্রতার সাথে স্বীকার করার মনোভাব মণ্ডলি যুগে যুগে স্মরণ করবে’।
খ্রিস্টযাগের পর বেদীর সন্মুখে স্থাপিত পোপ ষোড়শ বেনেডিক্টের ছবির কাছে দাঁড়িয়ে ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তগণ প্রার্থনা ও ধর্মীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে পোপের প্রতি ভক্তিশ্রদ্ধা নিবেদন করেন।
রিপোর্টার: রিজেন্ট সনি সামুয়েল গমেজ