গত ১৭ই জানুয়ারি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ ভবনে ফাদার কার্লো দত্তি পিমের যাজকীয় জীবনের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী এবং ব্রাদার ফ্রান্সিস ব্রয়লার, সিএসসি’র ৬০ বছরের ব্রতীয় জীবনের উৎসব উদযাপন করা হয়। বিকাল ৬:০০ সময় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এই মহতি অনুষ্ঠান শুরু করা হয়। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, ফাদার মেলী, পিমে, দিনাজপুর ধর্মপ্রদেশের ৩ জন ফাদার, রাজশাহী ধর্মপ্রদেশের শহরে অবস্থিত অন্যান্য ধর্মপল্লী থেকে আরো ১০ জন ফাদার, ৫ জন ব্রাদার এবং পাঁচজন সিস্টার ।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার কার্লো দত্তি পিমে বলেন, আমার কোন যোগ্যতার কারণে ঈশ্বর আমাকে বেছে নেননি। বরং আমার দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি আমাকে বেছে নিয়েছেন যেন আমি তাঁর হয়ে কাজ করতে পারি। তাই আজ আমি কৃতজ্ঞ হৃদয়ে ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে তিনি তাঁর এই অযোগ্য সেবককে বেছে নিয়েছেন এবং তারই মণ্ডলির সেবা কাজ করার জন্য বিগত ৫০টি বৎসর তিনি আমাকে বিভিন্ন আশির্বাদে পরিপূর্ণ করেছেন। তাই, আমার যাজকীয় জীবনের জন্য আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
খ্রিস্টযাগের শেষে বিশপ জের্ভাস রোজারিও ফাদার কার্লো দত্তি পিমেকে উদ্দেশ্য করে বলেন, ফাদার কার্লো দত্তি তার মিশনারি জীবনের প্রায় বেশিরভাগ সময়েই রাজশাহী ধর্মপ্রদেশে কাজ করেছেন। আজ তাকে আমরা এখানে পেয়ে আনন্দিত ও গর্বিত। কেননা, ঈশ্বর তাকে যেভাবে ৫০ বছর ধরে সাহায্য করেছেন, আশির্বাদ করেছেন তেমনি যেন আগামী দিনগুলিতেও ঈশ্বরের আশির্বাদ তার উপর থাকে। তাই আজ আমরা তার জন্য প্রার্থনা করি । তিনি যেন তার যাজকীয় জীবনে আজীবন বিশ্বস্ত থাকতে পারেন। বিগত বছরগুলিতে ফাদারের এই সুদীর্ঘ সেবা দানের জন্য রাজশাহী ধর্ম প্রদেশের সকল খ্রিস্টভক্ত, সিস্টার, ব্রাদার, ফাদার এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছা জ্ঞাপন, উপহার প্রদান এবং সান্ধ্যভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বরেন্দ্রদূত নিজস্ব রিপোর্টার