গত ২৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, আনন্দের সাথে জাঁকঝমকপূর্ণ পরিবেশে উদযাপন করা হয় পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরের পর্ব দিবস এবং একই দিনে ৪১ জন ছেলে-মেয়েকে হস্তাপর্ণ সাক্রামেন্ত প্রদান করা হয়। এ মহতী অনুষ্ঠানে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন, রাজশাহী ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওে এবং তাঁর সহার্পিত খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার হেনরী পালমা ও সহকারী পাল-পুরোহিত, মন্সিনিয়র মার্সেলিউস তপ্ন্য এবং ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডীসহ আরো দুইজন পুরোহিত । তাছাড়া ও পর্বীয় খ্রিস্টযাগে ধর্মপল্লীর দু’টি গ্রাম থেকে প্রায় ৩০০ খ্রিস্টভক্ত এবং ৫ জন সিস্টার উপস্থিত ছিলেন।

বিশপ মহোদয় তাঁর উপদেশে পবিত্র পরিবার ধর্মপল্লী, কলিমনগরের পর্ব দিবস উপলক্ষ্যে সকলকে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বলেন, আজকের এই পর্বদিন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, আমরা যেন পবিত্র পরিবারের আদর্শ নিয়ে ধ্যান করি। কেননা, পবিত্র পরিবারের পিতা-মাতা সাধু যোসেফ ও মারিয়া তাদের সন্তান যিশুর প্রতি ছিলেন দায়িত্বশীল এবং তাদের ভালবাসা দিয়ে তাঁকে মানুেষ করে তুলেছিলেন। আর যিশুও যেমন তাদের প্রতি বাধ্য ছিলেন এবং স্বর্গীয় পিতার ইচ্ছা পুর্ণ করেছেন আমরাও যেন আমাদের পরিবারে তা পূর্ণ  করে তুলতে পারি; কিন্তু, আমাদের বর্তমান আমরা দেখি যে, অনেক পিতামাতা তাদের সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে তোলার দায়িত্ব পালন করছেন। আবার সন্তানেরাও বৃৃদ্ধ পিতা-মাতাদের যত্ন নিতে চান। এ ধরণের পরিবেশ থেকে আমরা যেন মুক্ত বা স্বাধীন হয়ে পবিত্র পরিবোরের আদর্শ ও মুল্যবোধ নিয়ে যেন আমাদের জীবন-যাপন করি।

এছাড়াও, আজকের এই পর্বীয় খ্রিস্টযাগের মধ্য দিয়ে যে ৪১ ছেলে মেয়ে পবিত্র হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণ করবে এবং তারা হয়ে উঠবে খ্রিস্টর সৈনিক এবং খ্রিস্টের শিষ্য। প্রার্থনা করি, এই হস্তার্পণ সাক্রামেন্ত গ্রহণের মধ্য দিয়ে তারা যেন শয়তানের এবং মন্দতার বিরুদ্ধে সংগ্রাম করে জয় লাভ করতে পারেন।

পর্বে যোগদানকারী ঐশী অলিভিয়া মুরমু নামে একজন তরণী তার পর্বীয় অনুভূতি তুলে ধরে বলেন , আজকে আমাদের পবিত্র পরিবার ধর্মপল্লীর পর্ব মানে আমাদের ধর্মপল্লীর সকল পরিবারের পর্বদিন। তাই আজ আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেন আমাদের প্রত্যেকটি পরিবার যেন ভালভাবে থাকতে পারে এবং এবং যিশু, মারিয়া ও যোসেফের ন্যায় আদর্শ পরিবার গড়ে তুলতে পরে।

সুমি মুর্মু নামে একজন খ্রিস্টভক্ত বলেন, পবিত্র পরিবার পর্ব উপলক্ষে আমার চাওয়া হচ্ছে পৃথিবীর প্রতিটিই পরিবারের মধ্যেই যেন পারস্পরিক মিলন, প্রেম, ভালবাসা ও ক্ষমা সুন্দর মনোভাব থাকে এবং ঈশ্বরের ভালোবাসায় তারা যেন শান্তিতে জীবন-যাপন করতে পারেন।

পবিত্র পরিবারের পর্ব দিবস উপলক্ষে লুইস পাড়ার খ্রিস্টভক্ত মাইকেল সকলকে পর্বীয় শুভেচ্ছা বলেন, আমরা কলিমনগরের প্রত্যেকটি পরিবার যেন ঈশ্বরের ইচ্ছা বা পরিকল্পনা বুঝতে পারি এবং তিনি যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এ পৃথিবীতে পাঠিয়েছেন; সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের পরিবারকে আরো সুন্দরভাবে গঠন করতে পারি।

খ্রিস্টযাগের শেষে পাল-পুরোহিত ফাদার হেনরী পালমা, পর্ব পালন করতে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 বরেন্দ্রদূতের নিজস্ব রিপোর্টার

Please follow and like us: