গত ২৬-২৭ জানুয়ারি ২০২৩ খ্রি: বৃহস্পতিবার ও শুক্রবার সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারীতে বছরের শুরুতেই একদিনের মাসিক নির্জন ধ্যান করা হয়। এই নির্জন ধ্যান পরিচালনা করেন শ্রদ্ধেয় ফাদার ভ্যালেন্টাই তালাং, ওএমআই এবং মূল বিষয় হিসেবে ছিল “আমি তোমাকে ভুলব না, দেখো আমি তোমাকে আমার হাতের তালুতে খোদাই করেছি” (ইশাইয়া ৪৯:১৫-১৬ পদ)। সন্ধ্যা ৬ টায় পবিত্র আরাধনার মধ্য দিয়ে নির্জনধ্যান শুরু করা হয় এবং রাত্রিতে প্রথম অধিবেশন ও পরের দিন দ্বিতীয় অধিবেশন দিয়ে ফাদার আমাদের নিজেদের আহ্বান জীবনকে ভালভাবে বুঝতে সহায়তা করেন। সেইসাথে ঈশ্বরের কাছে যে আমরা সবাই আপন ও প্রিয় সে বিষয়ে তিনি বাইবেলের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। দুপুরে পাপস্বীকার ও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে নির্জন ধ্যান শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার বাপ্পী এন.ক্রুশ
Please follow and like us: