যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য্যতা ও আনন্দ-উৎফুল্লে বিগত ৩০ জানুয়ারি মুক্তিদাতা হাইস্কুল, বাগানপাড়া, রাজশাহী-এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রাণের স্পদন উৎসারিত হয় যা ছিল দৃষ্টি নন্দন । সকলের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণে দিনটি ছিল আনন্দঘন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল শ্রদ্ধেয় ফাদার ফাবিয়ান মারান্ডী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঃ স্বপন মন্ডল, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন, রাজশাহী এরিয়া ক্লাস্টার ও ফাদার লিটন কস্তা, ভূমি সেক্রেটারি, রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী এবং সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন লূক পিউরিফিকেশন, সিএসসি।

অতিথিদের আসন গ্রহণ ও উদ্বোধনী নৃত্যের দ্বারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ করা হয় এবং সকল অতিথি, প্রধান শিক্ষক ও শিক্ষকদেরকে ফুলের তোড়া, ব্যাচ ও উত্তোরিও প্রদান করে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করে বলেন যে, বার্ষিক ক্রীড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্ব বহন করে। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক শিক্ষার্থীর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে। যে কোন প্রতিযোগিতায়ই অংশগ্রহণ করা আবশ্যক। অংশগ্রহণের ফলেই আমরা আসল প্রতিযোগীকে খুঁজে বের করতে পারি। হার-জিত জীবনের একটি অংশ, এটা জীবনে থাকবেই। সুতরাং সামনে এগিয়ে যাওয়ার জন্য দরকার শুধু একটি পদক্ষেপ। প্রধান শিক্ষক মহোদয়ও শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুন্যের জন্য উৎসাহিত করেন, তিনি বলেন আমরা কেউ হেরে যাই না, আমরা জিতি নতুবা শিখি। যে কোন ক্ষেত্রেই আমরা শিখতে পারি। আজকের হেরে যাওয়া থেকেই আগামী দিনের জিতে ফিরে আসার শুভ সূচনা হতে পারে। দিনের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত, আসন গ্রহণ, উদ্বোধন অনুষ্ঠান, মশাল প্রজ্জ্বলন ও মাঠ প্রদক্ষিণ, শান্তির প্রতীক হিসেবে পায়রা ছাড়া, শিক্ষার্থীদের মার্চ পাস প্রদর্শনী, বিভিন্ন শ্রেণীর ডিস্প্লে, দল অনুসারে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা প্রদর্শন, যেমন খুশী তেমন সাজো, শিক্ষক ও অভিভাবকদের প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মধ্যান্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরীফিকেশন

Please follow and like us: